Advertisement
১৯ মে ২০২৪

ট্রাকের ধাক্কায় মৃত্যু, দেহ আটকে বিক্ষোভ কান্দিতে

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। তার জেরে কান্দি-সালার রাজ্য সড়কের উপর প্রায় সাড়ে চার ঘণ্টা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। চলল গাড়ি ভাঙচুর। মারধর করা হল ক্রেনের চালককে। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ কান্দির দোহালিয়া বাইপাস এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় স্থানীয় এক মহিলাকে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুদ্রবাটী গ্রামের বাসিন্দা দুর্গা দাস বায়েন (৪৮)।

ট্রাকের চাকায় আটকে মহিলার দেহ। ছবি: কৌশিক সাহা।

ট্রাকের চাকায় আটকে মহিলার দেহ। ছবি: কৌশিক সাহা।

নিজস্ব সংবাদদাতা
কান্দি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৪ ০১:১৪
Share: Save:

ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। তার জেরে কান্দি-সালার রাজ্য সড়কের উপর প্রায় সাড়ে চার ঘণ্টা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। চলল গাড়ি ভাঙচুর। মারধর করা হল ক্রেনের চালককে।

বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ কান্দির দোহালিয়া বাইপাস এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় স্থানীয় এক মহিলাকে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুদ্রবাটী গ্রামের বাসিন্দা দুর্গা দাস বায়েন (৪৮)। তারপরেই উত্তেজিত জনতা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি ছিল ট্রাকের মালিককে আসতে হবে, দিতে হবে ক্ষতিপূরণ।

পুলিশ এসে দেহ উদ্ধার করতে গেলে ওই মহিলার পরিবারের লোকজন-সহ এলাকার বাসিন্দারা বচসায় জড়িয়ে পড়েন। এমনকী দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে সরিয়ে নেওয়ার জন্য যে ক্রেন এসেছিল, তার চালককেও মারধর করা হয় বলে অভিযোগ। রাজ্য সড়কের উপর এই বিক্ষোভ অবরোধের জেরে কান্দি সালার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে আটকে পড়ে বহু গাড়ি। উত্তেজিত জনতা অন্য একটি ট্রাকেও ভাঙচুর করে।

ওই মহিলার স্বামী কেষ্ট বায়েন বলেন, “আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না। আমার স্ত্রী বাজারে সব্জি বিক্রি করে সংসার চালায়। আজও সব্জির ঝুড়ি নিয়ে বাজারেই যাচ্ছিল। আমি দাঁড়িয়ে ছিলাম রাস্তার পাশে। হঠাৎ একটা ট্রাক হুড়মুড়িয়ে এসে পড়ল।” ঘটনাস্থলে উপস্থিত হন বিডিও সুরজিৎ রায় এবং এসডিপিও সন্দীপ সেন। ট্রাকের মলিক এসে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে চাইলে আরও উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁরা জানান, ওই মহিলা পরিবারে রোজগেরে সদস্য ছিলেন। কান্দির এসডিপিও সন্দীপ সেন বিক্ষোভকারীদের আশ্বাস দেন যে ওই রাস্তায় স্পিড-ব্রেকারের ব্যবস্থা করে দেওয়া হবে। দুপুর পৌনে ২ টো নাগাদ বিক্ষোভ উঠে যায়। চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kandi death accident truck
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE