Advertisement
০২ মে ২০২৪

মিলল তো

ভোট শুরু থেকে তাঁর মুখে একটাই বুলি ‘তৃণমূল ২১৭ টা আসন পাবে। প্লাস-মাইনাস পাঁচ।’ বৃহস্পতিবার সেই হিসেব একেবারে কাঁটায় কাঁটায় মিলিয়ে দিলেন নবদ্বীপের মনোতোষ। পেশায় ব্যবসায়ী মনোতোষ ওরফে বিভাস রায় তৃণমূলের সমর্থকও বটে।

শেষ আপডেট: ২০ মে ২০১৬ ০১:১৫
Share: Save:

ভোট শুরু থেকে তাঁর মুখে একটাই বুলি ‘তৃণমূল ২১৭ টা আসন পাবে। প্লাস-মাইনাস পাঁচ।’ বৃহস্পতিবার সেই হিসেব একেবারে কাঁটায় কাঁটায় মিলিয়ে দিলেন নবদ্বীপের মনোতোষ। পেশায় ব্যবসায়ী মনোতোষ ওরফে বিভাস রায় তৃণমূলের সমর্থকও বটে।

বৃহস্পতিবার দুপুর থেকে শহর জুড়ে সবুজ আবির আর ক্লাবব্যান্ডের ভিড়ে মনোতোষ কেবল আড্ডার বন্ধুদের খুঁজে বেড়াচ্ছেন। আর খুঁজবেন নাই বা কেন? মাস দেড়েক ধরে সে যখনই অঙ্ক কষে বন্ধুদের বোঝাতে গিয়েছে তৃণমূল ঠিক কতগুলো আসন পেয়ে সরকার গড়বে, তখন সে হিসেব তাঁর ঘনিষ্ট বন্ধুরাও বিশ্বাস তো করেই নি। উল্টে তাকে ‘দু’শো সতেরো’ নাম দিয়ে হাসাহাসি করেছে। তবে যে যাই বলুক মনোতোষ কিন্তু বুধবার রাত পর্যন্ত নিজস্ব ‘সংখ্যাতত্ত্বের’ হিসাবে অনড় ছিলেন। নবদ্বীপের তাঁতকাপড় হাট লাগোয়া রাস্তায় সেই চিলতে রেডিমেডের দোকানের সামনে পাতা চৌকির ধারে পা ঝুলিয়ে বসে কাগজ-কলম হাতে জোর গলায় বলেছেন ‘তৃণমূল ২১৭, প্লাস মাইনাস পাঁচ।’ এমন কি না মিললে বন্ধুদের মাংস-ভাত খাওয়াতেও রাজি। কিন্তু শেষমেশ মেলালেন মনোতোষই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE