Advertisement
১০ জুন ২০২৪

সাগরদিঘিতে পথে নামল ক্ষুব্ধ পড়ুয়ারা

স্কুলের চার কৃতী খেলোয়াড়কে বঞ্চিত করার অভিযোগ তুলে সোমবার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখলেন হাজার খানেক ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা। সাগরদিঘির মেঘা সিয়ারা হাইস্কুলের ৪ ছাত্রী রাজীব গাঁধী খেল অভিযানে আয়োজিত রিলে রেসে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামার সুযোগ পায়নি। সেই অভিযোগ তুলে এ দিন জাতীয় সড়কের উপর ৪ কৃতী ছাত্রীর গলায় সোনার মেডেল ঝুলিয়ে দিয়ে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও ওই স্কুলের ছাত্রছাত্রীরা।

নিজস্ব সংবাদদাতা
সাগরদিঘি শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৫ ০০:২০
Share: Save:

স্কুলের চার কৃতী খেলোয়াড়কে বঞ্চিত করার অভিযোগ তুলে সোমবার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখলেন হাজার খানেক ছাত্রছাত্রী ও গ্রামবাসীরা। সাগরদিঘির মেঘা সিয়ারা হাইস্কুলের ৪ ছাত্রী রাজীব গাঁধী খেল অভিযানে আয়োজিত রিলে রেসে রাজ্যে প্রথম স্থান অধিকার করলেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামার সুযোগ পায়নি। সেই অভিযোগ তুলে এ দিন জাতীয় সড়কের উপর ৪ কৃতী ছাত্রীর গলায় সোনার মেডেল ঝুলিয়ে দিয়ে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও ওই স্কুলের ছাত্রছাত্রীরা।

স্কুলের ক্রীড়া শিক্ষক জীবানন্দ বিশ্বাস জানান, গত নভেম্বরে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় সেরা হিসেবে তাদের সোনার মেডেল দেওয়া হলেও কোনও শংসাপত্র দেওয়া হয়নি। এবারের জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতা ২৮-৩১ জানুয়ারি গুজরাতের গাঁধীনগরে অনুষ্ঠিত হবে। সেই মতো চার ছাত্রছাত্রী শিল্পা মার্জিত, জোসমিনা খাতুন, অমৃতা ঘোষ ও সুস্মিতা কর্মকার অনুশীলন শুরু করে দেয়। জীবানন্দবাবু বলেন, “গত সপ্তাহে বহরমপুর যুব কল্যাণ দফতরে খোঁজ নিতে গিয়ে জানতে পারি ওই চার ছাত্রী জাতীয় স্তরের প্রতিযোগিতায় যোগ দিতে পারবে না।”

ক্রীড়া প্রতিযোগিতার মূল সংগঠক সুভাষ বিশ্বাসের সাফাই, “রিলেতে রাজ্যে প্রথম হলেও কিছু নিয়মের কারণে জাতীয় স্তরে প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাচ্ছে না ওই ছাত্রীরা। এই নিয়মের কথা আমরাও ঠিক মতো জানতাম না। অবিচার নয়, ভুল বোঝাবুঝি থেকেই এটা ঘটেছে।”

রাজ্য পর্যায়ে রাজীব গাঁধী খেল অভিযানের অন্যতম নির্বাচক মনোরঞ্জন পোড়েল বলেন, “রাজ্য স্তর পর্যন্ত রিলে রেস যেভাবে করা হয় জাতীয় স্তরে তা হয় না। সেখানে আন্তর্জাতিক অ্যাথলেটিকস বিধি মেনে চলা বাধ্যতামূলক। সেই নিয়মে বলা হয়েছে, বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় ব্যক্তিগত ইভেন্টে যারা সেরা হবে তাদেরকে নিয়েই রিলে রেসে রাজ্য দল গঠিত হবে। তাই মুর্শিদাবাদের ওই দুই স্কুলের প্রতিযোগীরা জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে। তাদের প্রতি কোনও অবিচার করা হয়নি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sagardighi protest angry students
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE