Advertisement
১৯ মে ২০২৪

ন’হাটা-কলকাতা বাস পরিষেবা চালু

ন’হাটা-কলকাতা যাওয়ার জন্য দু’টি সরকারি বাস চালু করা হল। বুধবার ন’হাটা বাজার এলাকার একটি অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের এই বাসগুলির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রেহানা খাতুন।

শুরু-যাত্রা: যাত্রীর অপেক্ষায়। নিজস্ব চিত্র

শুরু-যাত্রা: যাত্রীর অপেক্ষায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গোপালনগর শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০১:৩৯
Share: Save:

ন’হাটা-কলকাতা যাওয়ার জন্য দু’টি সরকারি বাস চালু করা হল।

বুধবার ন’হাটা বাজার এলাকার একটি অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের এই বাসগুলির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি রেহানা খাতুন। উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক সুরজিৎ বিশ্বাস, জেলা পরিবহণ সংস্থার সরকারি সদস্য গোপাল শেঠ।

পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, বাস দু’টি হাবরা-বারাসত- উল্টোডাঙা-ধর্মতলা হয়ে বাবুঘাট পর্যন্ত যাবে। যাত্রী পিছু ভাড়া ৪৯ টাকা। জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জেলা পরিষদের খাদ্য কর্মধক্ষ্য গৌরাঙ্গ দাস অনুরোধ করেছিলেন ন’হাটা থেকে কলকাতা পর্যন্ত সরকারি বাস চালানোর জন্য। মুখ্যমন্ত্রী বিষয়টি পরিবহণ সচিবকে দেখতে নির্দেশ দিয়েছিলেন।

গোপালবাবু বলেন, ‘‘বনগাঁ মহকুমা থেকে সরকারি বা বেসরকারি বাস সরাসরি এতদিন কলকাতা যেত না। ফলে মানুষের খুবই সমস্যা হতো। মহকুমাতে আরও বেশি করে কলকাতায় যাওয়ার সরকারি বাস দেওয়ার চেষ্টা করা হবে।’’ বাস কর্মীদের রাতে থাকার জন্য ন’হাটা বাজার এলাকায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি ঘরের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। সুরজিৎবাবু বলেন, ‘‘দু’টি বাস দিয়ে শুরু হলেও ভবিষ্যতে বাসের সংখ্যা যাতে বাড়ে তার চেষ্টা করা হবে।’’

এলাকাবাসীরা জানান, এতিদন ওই এলাকার ব্যবসায়ীদের কলকাতায় যেতে হলে প্রথমে অটো করে গাইঘাটার চাঁদপাড়া রেল স্টেশনে যেতে হতো। সেখান থেকে বনগাঁ-শিয়ালদহ লোকালে চেপে শিয়ালদহ। সব মিলিয়ে ঘণ্টা তিনেক সময় লাগত। রাতে আবার সাড়ে ৮টার পর চাঁদপাড়া থেকে ন’হাটা আসার কোনও অটো পাওয়া যায় না। ফলে শিয়ালদহ থেকে কোনও রকমে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের ট্রেন ধরে ফিরতেই হয়। কোনও কারণে চাঁদপাড়া রেল স্টেশনে পৌঁছতে রাত হয়ে গেলে দুর্ভোগের শেষ থাকে না। গাড়ি রিজার্ভ করে বেশি টাকা দিয়ে বাড়ি ফিরতে হয়।

ন’হাটা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক অরুণ রায় বলেন, ‘‘নানা কাজে কলকাতায় যেতে হয়। কিন্তু খুব কষ্টকর যাত্রা ছিল। সে কারণে এই রুটে সরকারি বাসের দাবি ছিল বরাবরই। সেই দাবি পূরণ হওয়ায় আমরা খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nahata-Kolkata Bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE