Advertisement
১৯ এপ্রিল ২০২৪
গ্রাফিক— শৌভিক দেবনাথ

গ্রাফিক— শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৪:৫৯
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১৩:১৩ key status

বাড়িতে বসে কাজ করতে পারবেন: বিচারপতি

গৃহবন্দি থাকলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা যাবে না। তবে বাড়িতে বসে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কাজ করা যাবে। ৪ নেতা-মন্ত্রীর গৃহবন্দি হওয়ার রায় প্রসঙ্গে বললেন বিচারপতি। 

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:৪৭ key status

দুপুর ২টোয় ফের শুনানি

৪ নেতা মন্ত্রীকে আপাতত গৃহবন্দি রাখার পক্ষেই রায় আদালতের। এ ব্যাপারে বৃহত্তর বেঞ্চে চূড়ান্ত শুনানি শুরু হবে দুপুর ২ টো থেকে। 

Advertisement
timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:৩২

বৃহত্তর বেঞ্চ নিয়ে সিদ্ধান্ত কিছুক্ষেণের মধ্যেই

নেতা-মন্ত্রীদের গৃহবন্দি করার বিরুদ্ধে আর্জি বৃহত্তর বেঞ্চে যাবে কি না তা নিয়ে কিছুক্ষণের মধ্যেই রায় জানাবে আদালত

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:২৯ key status

দুপুর ২টোয় শুরু হোক বৃহত্তর বেঞ্চের শুনানি: কল্যাণ

গৃহবন্দি করার সিদ্ধান্তের  বিরুদ্ধে আবেদন দুপুরেই শুরু করা হোক, আদালতে প্রস্তাব কল্যাণের। বললেন, ‘‘সিবিআই যদি আদালতকে ১৭ মে সন্ধ্যা সাড়ে ৫টার সময় শুনানির অনুরোধ জানাতে পারে, তবে আমরা বলতে পারব না কেন?’’

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:২৩ key status

ফিরহাদের না থাকা, রাজ্যের ক্ষতি: কল্যাণ

কল্যাণ বললেন, সবার আগে কোভিড পরিস্থিতির কথা মাথায় রাখতে হবে। ২৪ ঘন্টা করোনা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন ফিরহাদ। কলকাতার মানুষ ফোন করলেও পদক্ষেপ করেন তিনি। ৭ দিনে ২৪ ঘণ্টাই এই কাজের মধ্যে থাকেন। তাই সব দিক বিচার করে সিদ্ধান্ত নিক আদালত।

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:২০ key status

সুবিচারের উদাহরণ রাখুন: কল্যাণ

আদালতকে কল্যাণ বললেন, ‘‘গোটা দেশ এই মামলায় নজর রাখছে। বিচারপতিদের উচিত এমন উদাহরণ তৈরি করা যাতে মানুষ বোঝেন বিচার ব্যবস্থা আসলে তাঁদেরই পক্ষে।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:১৮ key status

কল্যাণ ও তুষারের মধ্যে বাদানুূবাদ

কোর্টে কল্যাণ ও তুষারের মধ্যে কথা কাটাকাটি। কল্যাণের প্রস্তাবে বাধা দিলে সলিসিটর জেনারেলকে তিনি বলেন, ‘‘আপনার যখন কথা বলছিলেন, তখন তো আমি বাধা দিই নি। আপনি আমার কথায় বাধা দিচ্ছেন কেন?’’

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:১৫ key status

এখনই যাওয়া হোক বৃহত্তর বেঞ্চে: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মামলা যদি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়। তবে আজই পাঠানো হোক। বিষয়টি দ্রুত সমাধান করতে হবে। আমরা চাই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত হোক, আদালতকে বললেন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:১২

সাধারণ অভিযুক্তদের মতো আচরণ কেন: সিঙ্ঘভি

সিঙ্ঘভি আদালতকে বললেন, ‘‘সাধারণ অভিযুক্তদের সঙ্গে এদের তুলনা করা হচ্ছে কেন? কোভিড পরিস্থিতিতে এদের দরকার।’’ 

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:০৯

‘‘মতভেদের কারণেই গৃহবন্দি করার সিদ্ধান্ত’’

বিচারপতি বললেন, জামিন নিয়ে মতভেদের কারণেই মাঝের সময়ে ৪ নেতাকে গৃহবন্দি করার প্রস্তাব।

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:০৫ key status

বাড়ি থেকে এই কাজ করা যায় না: সিঙ্ঘভি

সিবিআইয়ের আইনজীবীর কথায় সিঙ্ঘভির পাল্টা প্রশ্ন, ‘‘একজন মন্ত্রীর পক্ষে সব কাজ বাড়িতে থেকে করা সম্ভব নয়। কোভিড পরিস্থিতিতে বাড়িতে বসে দফতরের ফাইল ছাড়বে কী করে?’’

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:০৩ key status

গৃহবন্দি হলেও বাড়িতে থেকে কাজ করা যাবে: তুষার মেহতা

ফিরহাদ না থাকায় কোভিড পরিস্থিতিতে সমস্যায় পড়ছে রাজ্য। জবাবে সিবিআইয়ের আইনজীবী  জানালেন, ‘‘গৃহবন্দি হলেও উনি তো বাড়িতে থেকে কাজ করতে পারবেন।’’ 

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১১:৫৯ key status

অ্যারেস্ট তো অ্যারেস্টই: সিঙ্ঘভি

গ্রেফতারি তো গ্রেফতারিই। গৃহবন্দি করা হবে  কেন? কোভিড পরিস্থিতিতে রাজ্যে ফিরহাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর অবর্তমানে অনেক জায়গায় স্যানিটাইজেশন করা যাচ্ছে না বলে আদালতকে জানালেন সিঙ্ঘভি। 

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১১:৫৬ key status

সাময়িত বিরতির পর শুরু হল শুনানি

৪ নেতা-মন্ত্রীকে গৃহবন্দি করার রায় দেওয়ার পর সাময়িক বিরতি নিয়েছিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিরতি শেষে ফের শুনানি শুরু। অভিষেক বললেন, ‘‘দুই বিচারপতির মধ্যে মতভেদ হলে, তৃতীয় বেঞ্চের কাছে যাওয়া উচিত বলে মনে করি।’’

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১১:৫২ key status

জামিন নিয়ে দুই বিচারপতির মতভেদ

জামিনের পক্ষে ছিলেন না কলকাতার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। তবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করেন। শেষে গৃহবন্দি করার সিদ্ধান্ত। 

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১১:৪৯ key status

গৃহবন্দি করার সিদ্ধান্ত কেন? প্রশ্ন সিঙ্ঘভির

আদালতে নেতা-মন্ত্রীদের আইনজীবীর প্রশ্ন, ‘‘এঁরা সিনিয়র মিনিস্টার। এঁদের কোথাও যাওয়ার দরকার নেই, তাহলে কেন গৃহবন্দি করার সিদ্ধান্ত?’’

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১১:৪৮

উচ্চতর বেঞ্চে যাবেন সিঙ্ঘভি

গৃহবন্দি করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা। উচ্চতর বেঞ্চে যাবেন অভিষেক মনু সিঙ্ঘভি।

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১১:৪৫

জামিন বাতিলের আর্জি জানিয়েছিল সিবিআই

সিবিআই জামিন বাতিলের আর্জি জানিয়েছিল আদালতে। কিন্তু হাই কোর্ট সেই আবেদন মঞ্জুর করেনি। আদালত জানিয়েছে, সিবিআই কর্তাদের নজরদারির মধ্যেই থাকবেন অভিযুক্তরা।

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১১:৩৭ key status

রাজ্যের ৪ নেতা-মন্ত্রীকে গৃহবন্দি থাকার নির্দেশ

সিবিআইয়ের নজরে গৃহবন্দি থাকতে হবে ৪ নেতা-মন্ত্রীকে। শর্তসাপেক্ষে জামিন।

timer শেষ আপডেট: ২১ মে ২০২১ ১১:২৮

যান্ত্রিক সমস্যা, দেরি শুনানিতে

শুক্রবার সকাল ১১টা থেকে নারদ মামলার শুনানি শুরুর কথা ছিল। যান্ত্রিক সমস্যার জন্য কিছুটা দেরি হচ্ছে শুনানি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE