তাইহোকুর বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছিল বলে কেন্দ্রীয় সরকার তথ্যের অধিকার আইনে যে জবাব দিয়েছে, তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নামছে ফরওয়ার্ড ব্লক। নেতাজিপ্রেমী সব মানুষকে তারা কাল, শনিবার ওয়েলিংটন স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের দফতরের সামনে তাদের বিক্ষোভ হবে ২১ থেকে ২৩ জুন। পোড়ানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল। মোদী উৎসবের জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যে এলে সেখানেও বিক্ষোভের পরিকল্পনা আছে তাদের। ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বৃহস্পতিবার বলেন, ‘‘কোন তথ্যের ভিত্তিতে কেন্দ্র এমন সিদ্ধান্তে পৌঁছল, তা সামনে আনুক। নয়তো মানুষকে বিভ্রান্ত করার দায়ে প্রধানমন্ত্রীকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’’ মনোজ মুখোপাধ্যায় কমিশনের রিপোর্ট কেন্দ্র যাতে গ্রহণ করে, সেই দাবিও নতুন করে তুলেছেন দেবব্রতবাবু। কেন্দ্রের জবাবে ক্ষুব্ধ নেতাজির নাতি চন্দ্রকুমার বসুও। বিজেপি নেতা চন্দ্রবাবুর বক্তব্য, ‘‘খোসলা কমিশন থেকে বিমান দুর্ঘটনার তত্ত্ব নেওয়া হল আর গুমনামি বাবার প্রসঙ্গ টানা হল মুখোপাধ্যায় কমিশন থেকে। অথচ কোনও রিপোর্টই সরকার গ্রহণ করেনি!’’ কোথাও ‘আমলাতান্ত্রিক ভুল’ হয়ে থাকতে পারে বলে মন্তব্য করে চন্দ্রবাবু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন।