রাজ্য সম্মেলনের দেড় বছরের মাথায় দলের রাজ্য কমিটিতে তিন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করল সিপিএম। রাজ্য থেকে দলের এবং বামফ্রন্টের একমাত্র সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হল। আগেও তিনি আমন্ত্রিত সদস্য হয়েছিলেন, তবে গত সম্মেলনের পরে তাতে ছেদ পড়েছিল। দলের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ, আইনজীবী ফৈয়াজ় আহমেদ খানকেও আমন্ত্রিত সদস্য হিসেবে রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। হাওড়ার অনিল বিশ্বাস ভবনে সিপিএমের রাজ্য কমিটির তিন দিনের বর্ধিত বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। তারই পাশাপাশি, সিপিএমের অন্য দুই মুখপত্রের পরে এ বার দৈনিক মুখপত্রের সম্পাদক পদেও পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দেবাশিস চক্রবর্তীর জায়গায় ওই দায়িত্ব পাচ্ছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী। তবে একসঙ্গে চার পদে চলে যাওয়ায় এ বার শমীককে দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া গতি পাবে বলে সিপিএম সূত্রের খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)