Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ অক্টোবর ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

ভিডিও হয়নি মমতার সভার

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে নিরাপত্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দুই বোন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে পৌঁছে গিয়েছিলেন। সরকারি স

কিশোর সাহা
শিলিগুড়ি ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৪
Save
Something isn't right! Please refresh.
Popup Close

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় ছিদ্র খুঁজতে গিয়ে এ বার অতল গহ্বরের হদিস মিলল। জানা গেল, ওই সভার কোনও বিশদ ভিডিও ফুটেজই পুলিশের হাতে নেই!

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে নিরাপত্তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দুই বোন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে পৌঁছে গিয়েছিলেন। যাঁদের এক জনকে সিঁড়িতে আটকে দেওয়া হলেও অন্য জন মুখ্যমন্ত্রীর পা ধরতে চলে যান। এই ঘটনা নিয়ে যখন তোলপাড় চলছে, তখনই প্রাথমিক তদন্তে নিরাপত্তার আরও বড় গলদ ধরা পড়ে। সরকারি সূত্রেই জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিং হয়নি। মঞ্চের আশপাশে সিসি ক্যামেরাও ছিল না। যদিও মুখ্যমন্ত্রীর সভাস্থলে কোথায়, কী ঘটছে, তা দেখতে পুলিশ ও গোয়েন্দাদের তরফে ভিডিও এবং স্থির ছবি তুলে রাখাই নিয়ম। কিন্তু, ঘটনার তদন্তে নেমে তেমন প্রামাণ্য ভিডিও ফুটেজ পুলিশ এখনও পায়নি।

পুলিশ ও প্রশাসনের কর্তারা অবশ্য কেউই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিষয়টি নজরে আসার পরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সর্ব স্তরের শীর্ষ অফিসারদের ‘ভূমিকা ও দক্ষতা’ বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। ফুটেজ না থাকার ঘটনা এর আগেও ঘটেছে কি না, সে বিষয়েও সন্দেহ দেখা দিয়েছে। এখন যাঁরা বিভিন্ন দায়িত্বে আছেন, তাঁদের রদবদল করা হবে কি না, তা নিয়েও নবান্নে জোর গুঞ্জন। রাজ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা জানান, তদন্তে যাঁদের গাফিলতির প্রমাণ মিলবে, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে পদক্ষেপ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ফলে শাস্তির খাঁড়া কার-কার উপরে পড়তে চলেছে, তা নিয়ে পুলিশের অন্দরে চলছে আলোচনা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)


Something isn't right! Please refresh.

Advertisement