Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Bidhannagar

মনোনয়ন শুরু কৃষ্ণাদের, বিধাননগরে বিক্ষোভও

কৃষ্ণা এ দিন মনোনয়ন জমা দিয়েছেন হুড খোলা জিপে কিছুটা মিছিল করে গিয়ে। মোট ৪১ ওয়ার্ডের বিধাননগর পুরসভার বহু আসনেই এ বার নতুন মুখ এনেছে শাসক দল।

বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ০৬:৪৯
Share: Save:

প্রার্থী তালিকা ঘোষণার পর দিনই মনোনয়ন জমা শুরু হয়ে গেল। শুক্রবার বছরের শেষ দিনেই বিধাননগরে মনোনয়নপত্র জমা দিলেন বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তৃণমূল প্রার্থী হিসেবে আর এক বিদায়ী সব্যসাচী দত্ত মনোনয়ন জমা দেবেন সোমবার।

বৃহস্পতিবার রাতেই চারটি পুর-নিগমের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণা এ দিন মনোনয়ন জমা দিয়েছেন হুড খোলা জিপে কিছুটা মিছিল করে গিয়ে। মোট ৪১ ওয়ার্ডের বিধাননগর পুরসভার বহু আসনেই এ বার নতুন মুখ এনেছে শাসক দল। আগামী দু’দিন মনোনয়ন জমা দেবেন তাঁরা। মনোনয়নপর্ব চলবে সোমবার পর্যন্ত।

বিধাননগর পুরসভার কয়েকটি ওয়ার্ডে প্রার্থী নিয়ে স্থানীয় স্তরে দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। বিদায়ী বোর্ডের সদস্যদেরও কয়েক জন বাদ পড়েছেন। দলের একাংশের আপত্তি রয়েছে১ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে নিয়ে। তৃণমূলের একাংশ এ দিন তা নিয়ে বিক্ষোভও দেখিয়েছে।

সময় কম থাকায় আগামী দু’দিনেই চারটি পুর-নিগমের প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। সব মিলিয়ে বর্ষশেষের দিন নির্বাচনী আবহে রইল বিধানননগর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bidhannagar nomination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE