Advertisement
০৪ মে ২০২৪

তারস্বরে ডিজে, আক্রান্ত প্রতিবাদী

বিয়েবাড়িতে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় মদ্যপদের হাতে আক্রান্ত হলেন সাত গ্রামবাসী। রবিবার রাতের এই ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ ডিজে বক্স ভাঙচুর করেন বলেও অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০১:৩৬
Share: Save:

বিয়েবাড়িতে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় মদ্যপদের হাতে আক্রান্ত হলেন সাত গ্রামবাসী। রবিবার রাতের এই ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ ডিজে বক্স ভাঙচুর করেন বলেও অভিযোগ। পরে মালদহ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আক্রান্ত গ্রামবাসীরা ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যালে। পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘এখন পরিস্থিতি স্বাভাবিক। তদন্ত শুরু হয়েছে।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর পরান হালদারের ছেলে শ্যামল দিল্লিতে শ্রমিকের কাজ করেন। গত ২১ নভেম্বর দিল্লিতেই শ্যামলের সঙ্গে ফরাক্কার রেল কলোনির বাসিন্দা ইন্দ্রজিৎ প্রামাণিকের মেয়ে পূজার বিয়ে হয়। দিল্লিতে বিয়ের পর্ব মিটে গেলে দম্পতি বাড়ি ফিরে আসেন। রবিবার রাতে বৌভাতের অনুষ্ঠানে তারস্বরে ডিজে বক্স বাজিয়ে নাচানাচি চলছিল বলে অভিযোগ। রাতেই অনুষ্ঠানে যোগ দেন কনের বাড়ির নিমন্ত্রিতরাও। আশপাশের বাসিন্দাদের অভিযোগ, রাত ১২টা পর্যন্ত মদ্যপ অবস্থায় চলছিল হইহুলোড়। পড়শিরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানাতেই একদল মদ্যপ যুবক খুর, ব্লেড দিয়ে গ্রামবাসীদের উপরে হামলা চালায় বলে অভিযোগ।

ঘটনায় সাত গ্রামবাসী গুরুতর জখম হন। আহতদের মধ্যে বিপ্লব হালদার, বাসুদেব হালদার, প্রহ্লাদ হালদার, উত্তম রায়, তড়িৎ হালদারের আঘাত গুরুতর। এখনও তাঁরা চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়। ঘটনার পরই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বিয়েবাড়িতে চড়াও হন। ডিজে বক্স ও কনে পক্ষের গাড়ি ভাঙচুর চালান। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে থানা থেকে বাড়তি পুলিশ বাহিনী গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাত পর্যন্ত এলাকায় পুলিশি টহল চলে।

বাসিন্দাদের অভিযোগ, প্রথমে ডিজের সাউন্ড কমানোর জন্য অনুরোধ করা হয়। তার পরেও তা তারস্বরে বাজছিল। বিপ্লববাবু বলেন, ‘‘গভীর রাত পর্যন্ত কেন জনবহুল এলাকায় ডিজে বাজানো হবে। আমরা চাই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক।’’ ছেলের বাবা পরানবাবু বলেন, ‘‘কী করে এমন হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। এখানে আমাদের কেউ জড়িত নেই।’’ পুলিশ জানিয়েছে, ডিজে বক্সটি আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DJ Sound Noise
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE