Advertisement
০৭ মে ২০২৪

দুর্ঘটনায় মৃত্যু গরুর, সন্দেহ পাচারের

গরুবোঝাই পিকআপ ভ্যান নয়ানজুলিতে উল্টে ঘটনাস্থলেই সাতটি গরুর মৃত্যু হল। গত মঙ্গলবার ভোররাতে ডুয়ার্সের ক্রান্তি ফাঁড়ির মৌলানি রেলগেট লাগোয়া ৩১নম্বর জাতীয় সড়ক এলাকার ঘটনা।

বেঁচে যাওয়া গরু। —নিজস্ব চিত্র।

বেঁচে যাওয়া গরু। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালবাজার শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০১:৫৪
Share: Save:

গরুবোঝাই পিকআপ ভ্যান নয়ানজুলিতে উল্টে ঘটনাস্থলেই সাতটি গরুর মৃত্যু হল। গত মঙ্গলবার ভোররাতে ডুয়ার্সের ক্রান্তি ফাঁড়ির মৌলানি রেলগেট লাগোয়া ৩১নম্বর জাতীয় সড়ক এলাকার ঘটনা। জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে চারটি গরু। তবে গাড়ির চালক, খালাসির কোনও খোঁজ মেলেনি।

গরুগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের সন্দেহ। এ দিন ময়নাগুড়ির দিকে যাবার পথে গাড়িটি উল্টে যায়। পুলিশের সন্দেহ দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটির পিছনে আরেকটি গাড়ি ছিল, সেটিতে করেই চালক ও খালাসিরা চম্পট দিয়েছে। মৌলানির এক বাসিন্দা প্রফুল্ল রায় বলেন, ‘‘রাতে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই ভোরের দিকে গরুর আর্তনাদে ঘুম ভেঙে যায়।’’ গরুগুলির পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মৌলানি পঞ্চায়েতের প্রধান মহাদেব রায় ঘটনাস্থলে আসেন। পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যানটিকে উঠিয়ে নিয়ে গেলেও মৃত গরুগুলোকে না সরানোয় এলাকাতে সাময়িক ক্ষোভেরও সৃষ্টি হয়। পরে ক্রান্তি ফাঁড়ির পুলিশ প্রাণী স্বাস্থ্য দফতরের মাধ্যমে মৃত গরুগুলোকে সরিয়ে নেয়। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার ভোলানাথ পান্ডে বলেন, ‘‘গাড়ির মালিকের পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

trafficking Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE