Advertisement
২১ মে ২০২৪

অশোকের সময়ে দুর্নীতি, দাবি নান্টুর

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা নান্টু পাল।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০১:৪৭
Share: Save:

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা নান্টু পাল। যদিও অশোকবাবু মনে করছেন এসজেডিএ মামলায় তৃণমূলের অনেক নেতার নাম জড়িয়ে যাওয়ায় তাঁরা এবার সকলের নজর ঘোরানোর চেষ্টা করছেন। এসজেডিএ-এর দুর্নীতি মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নান্টুবাবুকেও এক দফায় জেরা করেছে।

ঘটনাচক্রে, এদিন নান্টুবাবু প্রশ্ন তোলেন, চাঁদমণি চা-বাগানের জমি বন্টনের অনিয়ম এবং মহানন্দা অ্যাকশন প্ল্যানের টাকার খরচের হিসেব অশোকবাবুর আমলে কেন দেওয়া যায়নি। যদিও অশোকবাবু ২০১২ সালের কেন্দ্র সরকারের একটি বৈঠকের রিপোর্ট উদ্ধৃত করে জানান তাঁরা নিরানব্বই শতাংশ টাকাই খরচ করেছিলেন। অশোকবাবুর দাবি, ‘‘আমরা মহানন্দা অ্যাকশন প্ল্যান থেকে শিলিগুড়ির নাম বাদ যাওয়ায় আমরাই প্রথম প্রতিবাদ করেছিলাম। তা ছাড়া চাঁদমণি নিয়ে গত ১০ বছর ধরে ওঁরা অনেক অভিযোগ করেছেন। দোষী হলে তদন্ত করে ব্যবস্থা নিক।’’ অশোকবাবু দাবি করেন, ‘‘এভাবে মানুষের নজর ঘোরানো যাবে না। এসজেডিএ দুর্নীতি মামলায় অপরাধীদের বাঁচানো যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE