Advertisement
১৯ মে ২০২৪

শিশু অপহরণে দোষী কলেজ ছাত্র

ডালখোলায় নার্সারির ছাত্রীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় এক কলেজ পড়ুয়াকে দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অরুণ রায় তাকে দোষী সাব্যস্ত করেন।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৩২
Share: Save:

ডালখোলায় নার্সারির ছাত্রীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় এক কলেজ পড়ুয়াকে দোষী সাব্যস্ত করল আদালত। বৃহস্পতিবার ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অরুণ রায় তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত সূত্রে খবর, দোষী যুবকের নাম প্রণব শর্মা। বাড়ি ডালখোলার সুভাষপল্লি এলাকায়। আগামী ৪ ফেব্রুয়ারি সাজা ঘোষণা করবেন বিচারক।

সরকারি আইনজীবী ননী গোপাল বিশ্বাস জানান, ২০১৪ সালের ২১ আগস্ট ডালখোলার বাসিন্দা নার্সারি স্কুলের কেজি ওয়ানের ছাত্রী সৃষ্টি দেবনাথকে অপহরণ করে প্রণব। সৃষ্টির বাবা সঞ্জীববাবুর দোকানের কর্মচারী পরিচয় দিয়ে স্কুল ছুটির সময় তাকে অপহরণ করেছিল সে। প্রণবের সঙ্গী ছিল ডালখোলার হাইস্কুল পাড়ার বাসিন্দা দশম শ্রেণির ছাত্র প্রসেনজিৎ বিশ্বাস। ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল তারা। সে দিন রাত ন’টার সময় ৩ লক্ষ টাকা নিয়ে ওই ছাত্রীকে মুক্তি দিয়েছিল তারা। এর ঘণ্টাখানেকের মধ্যেই গ্রেফতার হয় প্রণব ও প্রসেনজিৎ। অপহরণের সময় ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়। উদ্ধার হয় কিছু টাকাও। প্রণবের সঙ্গী প্রসেনজিৎ নাবালক হওয়ায় তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়। জানা গিয়েছে, প্রণব গঙ্গারামপুর কলেজে অ্যাকাউন্ট্যান্সি অনার্সের ছাত্র ছিল। গ্রেফতারের পরই ওই ছাত্রী তাদের সনাক্ত করেছিল। এমনকি আদালতে তার সাক্ষ্য গ্রহণও করা হয়। তিনি বলেন, ‘‘গ্রেফতার হওয়ার পর জামিনেও মু্ক্তি পায়নি প্রণব। শনিবার সাজা ঘোষণা করবেন বিচারক।’’

বিচার ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে বেশ খুশি ওই ছাত্রীর বাবা পেশায় ডালখোলার ব্যবসায়ী সঞ্জীববাবু। তিনি বলেন, ‘‘মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার পর থেকে আতঙ্ক কাটেনি আজও। আমি চাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে ছাত্র ও যুব সমাজ সমাজের কেউ মূল স্রোত থেকে বেরিয়ে কোনও অপরাধে জড়ানোর সাহস না পায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Child Kidnapping
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE