Advertisement
০৫ মে ২০২৪

মেঝের গর্তে অস্ত্র

বাড়ির মেঝের মধ্যে গর্তে করে রাখা আগ্নেয়াস্ত্র সমেত অস্ত্র তৈরির সরঞ্জাম। শনিবার রাতে মালদহের কালিয়াচকের বালিয়াডাঙার আনসারি পাড়া থেকে এমনই এক অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল পুলিশ। গৃহকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৬ ০১:১৮
Share: Save:

বাড়ির মেঝের মধ্যে গর্তে করে রাখা আগ্নেয়াস্ত্র সমেত অস্ত্র তৈরির সরঞ্জাম। শনিবার রাতে মালদহের কালিয়াচকের বালিয়াডাঙার আনসারি পাড়া থেকে এমনই এক অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল পুলিশ। গৃহকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ির সামনে থেকে ভিন রাজ্যের একটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গফ্ফর শেখ। তিনি পেশায় আম ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। গফ্ফর কালিয়াচকের মোজমপুরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বছর চারেক আগে এখানে জায়গা নিয়ে সপরিবারে থাকেন। তাঁর দুই মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ে স্থানীয় হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। তাঁর বাড়ির মেঝের মধ্যে একটি পাঁচ ফুটের গর্তের হদিশ পায় পুলিশ। তার উপরে টিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর সেই টিনের উপরে স্বজি সাজিয়ে রাখা ছিল। সেখান থেকে উদ্ধার হয় একটি পাইপ গান, তিনটি অসম্পূর্ণ পাইপ গান, ১২টি লোহার পাইপ, একটি লোহার রড কাটার মেশিন, ছেনি, হাতুড়ি সহ একাধিক সরঞ্জাম উদ্ধার হয়। ধৃতের স্ত্রী মঞ্জুরা বিবি বলেন, আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। আমার স্বামী এমন কাজে যুক্ত নয়। কোন দুষ্কৃতী ওই অস্ত্র গুলি এখানে রেখে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arsenal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE