Advertisement
E-Paper

কালিয়াগঞ্জে পুরপ্রধান অরুণ

দলীয় কাউন্সিলরদের সমর্থনে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন কালিয়াগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি তথা ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর অরুণ দে সরকার। শুক্রবার দুপুরে রায়গঞ্জের মহকুমাশাসক বিপুলকুমার বিশ্বাসের উপস্থিতিতে কালিয়াগঞ্জ পুর ভবনে ১৫ জন কংগ্রেস কাউন্সিলরের সর্বসম্মত সমর্থনে অরুণবাবু চেয়ারম্যান নির্বাচিত হন। এই নিয়ে তিনি পর পর পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০২:৫০

দলীয় কাউন্সিলরদের সমর্থনে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন কালিয়াগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি তথা ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর অরুণ দে সরকার। শুক্রবার দুপুরে রায়গঞ্জের মহকুমাশাসক বিপুলকুমার বিশ্বাসের উপস্থিতিতে কালিয়াগঞ্জ পুর ভবনে ১৫ জন কংগ্রেস কাউন্সিলরের সর্বসম্মত সমর্থনে অরুণবাবু চেয়ারম্যান নির্বাচিত হন। এই নিয়ে তিনি পর পর পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হলেন।

অরুণবাবুকে চেয়ারম্যান পদপ্রার্থী করে কালিয়াগঞ্জ পুরসভা নির্বাচনের প্রচারে নামে কংগ্রেস। পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড দখল করে পুরসভার ক্ষমতা পুনর্দখল করে কংগ্রেস। একটি করে ওয়ার্ড সিপিএম ও বিজেপির দখলে যায়। এদিন পুরসভা ভবনে প্রথমে ১৭ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান মহকুমাশাসক। এর পর কংগ্রেস কাউন্সিলরদের তরফে চেয়ারম্যান হিসেবে অরুণবাবুর নাম প্রস্তাব করা হয়।

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী ও সিপিএমের জেলা সাধারণ সম্পাদক অপূর্ব পাল জানিয়ে দেন, তাঁরা বিরোধী দলের ভূমিকা পালন করবেন।

চেয়ারম্যান অরুণবাবু জানান, ‘‘বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ শুরু করাই এখন নতুন পুরবোর্ডের প্রধান লক্ষ্য।’’

কাউন্সিলরদের শপথ চলাকালীন এদিন প্রশাসনের তরফে ওই ঘরে বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। পরে আইএনটিইউসি অনুমোদিত কালিয়াগঞ্জ মিউনিসিপ্যাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে পুরভবন সংলগ্ন এলাকায় মঞ্চ বেঁধে অরুণবাবু সহ কংগ্রেস কাউন্সিলরদের ফুল, মিষ্টি, উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায় সহ জেলা কংগ্রেসের শীর্ষ নেতারা।

kaliagunj municipality arun de sarkar new chairman arun de sarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy