Advertisement
০৫ মে ২০২৪

রেল জমি ফেরত চাওয়ায় রাজ্যকে দুষলেন অশোক

টি-পার্কের জমি রেল ফেরত চাওয়ায় রাজ্য সরকারকেই দায়ী করলেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়ি পুরসভায় সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগ তোলেন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০২:১৫
Share: Save:

টি-পার্কের জমি রেল ফেরত চাওয়ায় রাজ্য সরকারকেই দায়ী করলেন রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়ি পুরসভায় সাংবাদিক বৈঠক করে তিনি এই অভিযোগ তোলেন।

তাঁর দাবি, দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা এবং বাম আমলে তৃণমূল নেতারা কিছু আপত্তি জানিয়ে রেলকে চিঠি পাঠানোর কারণেই রেল জমিটি ফেরত চাইছে। শুধু টি পার্কের জমিটিই নয়, শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় একাধিক এমন জমি অব্যবহৃত হয়ে পড়ে থেকে নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। যদিও এমন অভিযোগকে মানতে চাননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি পাল্টা বাম সরকারের পরিকল্পনাহীনতাকেই দায়ী করেছেন।

রেলের কাছ থেকে জমি লিজে নিয়ে টি পার্কের পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। সেখানে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী সম্প্রতি চায়ের একটি গবেষণা কেন্দ্রও উদ্বোধন করেন। সেই সঙ্গে লাগোয়া এলাকায় একটি ড্রাই পোর্টও তৈরির কথা। সেটা সাব লিজ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছিল। তার মধ্যে রেল থেকে একটি চিঠি দিয়ে ৮৪ একর জমি ফেরত চেয়েছে। তার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে জমি খালি করে দিতে বলা হয়েছে। এই চিঠি পাওয়ার পরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একটি সাংবাদিক বৈঠক ডেকে ভোটের আগে কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন।

এ দিন মেয়র এই অবস্থার জন্য তৃণমূলকেই দায়ী করলেন। অশোকবাবু বলেন, ‘‘টি পার্ক তৈরির সময় রেলের থেকে লিজে নেওয়া ওই জমি সাব লিজে বিভিন্ন বেসরকারি সংস্থাকে দেওয়া হচ্ছিল। সেই সময় তৃণমূলের কিছু নেতা সাব লিজ দেওয়া নিয়ে প্রশ্ন তুলে রেল মন্ত্রককে চিঠি লিখেছিল। এতদিন পরে সেই সুযোগকেই কাজে লাগিয়ে রেল এই পদক্ষেপ করতে পেরেছে।’’ মন্ত্রী গৌতমবাবুর পাল্টা দাবি, ‘‘বাম আমলে অশোকবাবুরা পরিকল্পনাহীন কাজ করেছেন। তাঁদের আমলে কাজের উদ্যোগ নেওয়া হলেও তা কোনও জায়গাতেই ঠিকভাবে রূপায়ণ করা যায়নি। তার ফল ভুগতে হচ্ছে বর্তমান সরকারকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ashok bhattacharya mayor siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE