Advertisement
E-Paper

অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে সরগরম রইল পুরসভা

অবৈধ নির্মাণ ভাঙবে কে? এই প্রশ্নেই সরগরম হল পুরসভা। কাউন্সিলরেরা একে অপরের প্রশ্নের উত্তরে পরস্পরকে আশ্বাস দিলেও বাসিন্দারা অবশ্য বলছেন, না আঁচালে বিশ্বাস নেই। তাঁদের বক্তব্য, যতক্ষণ না সত্যি সত্যিই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত হওয়ার জো নেই! তাঁদের মতোই সুর শোনা গিয়েছে এক কাউন্সিলরের গলাতেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০১:৫৯

অবৈধ নির্মাণ ভাঙবে কে? এই প্রশ্নেই সরগরম হল পুরসভা। কাউন্সিলরেরা একে অপরের প্রশ্নের উত্তরে পরস্পরকে আশ্বাস দিলেও বাসিন্দারা অবশ্য বলছেন, না আঁচালে বিশ্বাস নেই। তাঁদের বক্তব্য, যতক্ষণ না সত্যি সত্যিই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত হওয়ার জো নেই! তাঁদের মতোই সুর শোনা গিয়েছে এক কাউন্সিলরের গলাতেই।

শেঠ শ্রীলাল মার্কেটের একটি বেআইনি বহুতল ভেঙে দেওয়ার ক্ষেত্রে তৃণমূল কাউন্সিলর তথা বিরোধী দলনেতা নান্টু পাল বাধা হয়ে দাঁড়াতে পারেন বলে সোমবার বোর্ড মিটিংয়ে ‘আশঙ্কা’ প্রকাশ করেন বিল্ডিং বিভাগের মেয়র পারিষদ মুন্সি নুরুল ইসলাম। তিনি বলেন, ‘‘শেঠ শ্রীলাল মার্কেটের আদর্শ মহাবিদ্যালয় ভবনটি অবৈধ ভাবে মার্কেট কমপ্লেক্স হয়েছে। ওই ভবনটি ভাঙতে চাই। নান্টুবাবু আপনি সাহায্য করবেন তো? আপনার সাহায্য পেলে ওই অবৈধ নির্মাণটি আমি ভাঙবই।’’ নান্টুবাবু পাল্টা বলেন, ‘‘শুধু ওই ওয়ার্ডে অবৈধ নির্মাণ ভাঙলে চলবে না। শহরের বিভিন্ন ওয়ার্ডে সমস্ত অবৈধ নির্মাণের ক্ষেত্রেই ব্যবস্থা নিতে হবে। তা হলে আমি আপত্তি করব না।’’ নুরুলবাবু জানিয়ে দেন, বিরোধীরা পাশে থাকলে তিনি সমস্ত ক্ষেত্রেই অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ওই সময়েই এক কাউন্সিলরকে চাপা স্বরে কটাক্ষ করতে শোনা যায়, ‘তোড়জোড়ই সার, একটা বিল্ডিংও ভাঙার ক্ষমতা কারও নেই।’

প্রসঙ্গত, গত পুরবোর্ডের সময় পুরসভার কোনও রকম অনুমোদন না নিয়েই বিধান মার্কেট এলাকায় একটি স্কুল ভবন অবৈধ ভাবে বাণিজ্যিক কমপ্লেক্সে পরিবর্তন করা হয় বলে অভিযোগ ওঠে। সে সময় ওই এলাকা ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন নান্টুবাবু। এখন ওই ওয়ার্ডের কাউন্সিলর তাঁর স্ত্রী মঞ্জুশ্রীদেবী। সেই সময় কখনও কংগ্রেস কখনও কংগ্রেস-তৃণমূল জোটের পুরবোর্ড ছিল। স্কুলটিকে অন্যত্র সরিয়ে সেটি বাণিজ্যিক ভবনে পরিবর্তন করতে অবৈধ ভাবে নির্মাণ কাজ করা হয় বলে অভিযোগ। বিরোধী বামেরা ওই অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন তোলেন। তৎকালীন পুরবোর্ড এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এ দিন বিরোধী তৃণমূলের পক্ষ থেকে শহরে অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠতেই নুরুলবাবু ওই অবৈধ নির্মাণটি ভাঙার কথা জানিয়ে দেন। সে কারণেই নান্টুবাবুর সহযোগিতা চেয়ে অনুরোধ করেন।

শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত অবৈধ নির্মাণ হচ্ছে এ দিন সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ পাল। কৃষ্ণবাবু জানান, মহানন্দা সেতু লাগোয়া নদীর চরে অবৈধ বহুতল নির্মাণ হচ্ছে। পুর কর্তৃপক্ষের চোখে কেন বিষয়টি পড়ছে না সেই প্রশ্ন তোলেন তিনি। পুরসভরা ডেপুটি মেয়র ওই ওয়ার্ডেই থাকেন।

সাফাই বিভাগের মেয়র পারিষদ মুকুল সেনগুপ্ত প্রশ্ন তোলেন গত পুরবোর্ডে ১১ টি ভবনের নকশা অবৈধ ভাবে পাশ করে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল। সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পরে আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে কাজের কাজ হয়নি। নুরুলবাবু জানান, প্রথম দফায় ৩৫ টি এবং দ্বিতীয় দফায় ৪ টি এবং তৃতীয় দফায় ১১টি অবৈধ নির্মাণকে নোটিশ করেছেন। ১টি অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। আরও কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিতে পুলিশের সাহায্য চাওয়া হয়েছে।

state news illegal building breaking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy