নিজের সন্তানকে কাছছাড়া না করতেই অন্যের সন্তান চুরির ভাবনা বলে কবুল করল শিশুচুরি কাণ্ডে অভিযুক্ত সবিতা গড়াই।
সবিতার সঙ্গে তাঁর স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে মাস ছয়েক। কিন্তু গর্ভে তাঁরই সন্তান। সে পৃথিবীর আলো দেখলেই তাকে নিয়ে যাবেন বলে সম্প্রতি শ্রীরামপুর থেকে টেলিফোন করে জানিয়েছিল সবিতার স্বামী। নিজের সন্তানকে যাতে ছাড়তে না হয় সেই চিন্তা থেকেই সে হাসপাতাল থেকে শিশু চুরি করে স্বামীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার গ্রেফতারের পরে টানা জেরায় সবিতা ও তার বাবা সুকুমার দত্ত এমনই দাবি করেছেন।
শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বর থেকে জ্যোতিনগর কলোনির সুশান্ত ও সোমা সরকারের ২৫ দিনের শিশুপুত্রকে চুরির ঘটনায় অভিযুক্ত সবিতা। গত মঙ্গলবার দুপুরে বাবার সাহায্যে ধূপগুড়িতে শিশুটিকে নিয়ে আত্মগোপনও করে। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে যান বাবা ও মেয়ে। উদ্ধার হয় শিশু। শুক্রবার বিকেলে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে তা নিশ্চিত করেই সুশান্ত ও সোমাদেবীর হাতে নবজাতকটিকে তুলে দেন হাসপাতাল কতৃর্পক্ষ।