Advertisement
E-Paper

রবিবারের নজরদারি

রবিবার দিনভর উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘুরলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক দল। কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করলেন, কোথাও পরিদর্শন করলেন, বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। যানজটের জন্য ধমকও দিলেন জেলা প্রশাসনের কর্তাদের। কোথাও আবার পরের দিনের বৈঠকের জন্য আজ রাতেই পৌঁছে গেল বিশেষ দল। আনন্দবাজারের চোখে কী ধরা পড়ল তারই এক ঝলক। কোচবিহার এবং জলপাইগুড়িতে চন্দ্রভূষণ কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে জে কে রাও-এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:১৮
কালিয়াচকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা পৌঁছে গেলেন বেলা একটু গড়াতেই। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

কালিয়াচকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা পৌঁছে গেলেন বেলা একটু গড়াতেই। ছবি: মনোজ মুখোপাধ্যায়।

কোন জেলায় কোন দল

• কোচবিহার এবং জলপাইগুড়িতে চন্দ্রভূষণ কুমারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল

• মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে জে কে রাও-এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল

জেলায় জেলায়

• সকাল সাড়ে ৯টা থেকে কোচবিহার সার্কিট হাউসে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক পর্যবেক্ষকদের।
• সকাল সাড়ে ১০টায় মালদহের কালিয়াচকে হাজির পর্যবেক্ষকেরা, প্রশাসনের সঙ্গে ৩০ মিনিটের বৈঠকের পরে পরিদর্শন শুরু।
• বেলা ১২টা ২০ মিনিটে মালদহে প্রশাসনিক ভবনে প্রশাসন-পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক।
• বেলা সাড়ে ১২টায় কোচবিহারে ছিটমহলে হাজির পর্যবেক্ষকেরা। কথা বললেন বাসিন্দাদের সঙ্গে।
• দুপুর দেড়টা নাগাদ জলপাইগুড়ি সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক।
• বিকেল সাড়ে চারটেয় জলপাইগুড়ি শহরের মডেল বুথ পরিদর্শন।
• সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরে পৌঁছলেন পর্যবেক্ষকেরা, বৈঠক আজ সোমবার। সোমবারই দার্জিলিঙে পর্যবেক্ষকদের বৈঠক।

বৈঠকে ডাকা হয়

জেলাশাসক। জেলার পুলিশ সুপার। সব বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার। নির্বাচনের বিভিন্ন সেল-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) স্তর পর্যন্ত অফিসাররা।

এক জেলায় দু’বার

• মালদহ জেলা রবিবার দু’বার বৈঠক বিশেষ পর্যবেক্ষক দলের

• জেলা প্রশাসনিক ভবনে মূল বৈঠকের আগে রবিবার কালিয়াচকেও বৈঠক

• কালিয়াচকের বৈঠকে ডিএম, এসপি ছাড়াও বুথ স্তরের কর্মীদের ডাকা হয়

• কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির অভিযোগেই পৃথক বৈঠক বলে খবর

• ক্ষুব্ধ নজরদারেরা

• ফরাক্কা থেকে কালিয়াচক এবং সেখান থেকে মালদহ যাওয়ার পথে অন্তত ছ’বার আটকে যায় পর্যবেক্ষকদের কনভয়। মালদহ পৌঁছে ক্ষুব্ধ জে কে রাও জেলাশাসককে বলেন, ‘‘এত যানজট হচ্ছে কেন? ব্যবস্থা নিন।’’

বলুন, জেলাশাসক

(পর্যবেক্ষকদের প্রশ্ন)

• জেলার ভোটার তালিকা থেকে কত নাম বাদ পড়ল?

• স্পর্শকাতর বুথ কোনগুলি? কেন?

• কোন এলাকায় কত বার কেন্দ্রীয় বাহিনী টহল দিয়েছে?

•সব ভোট কেন্দ্রে ন্যূনতম মৌলিক পরিষেবা রয়েছে তো?

• সকলে যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তার জন্য কী পদক্ষেপ?

পর্যবেক্ষকদের নির্দেশ

• মালদহের সব বুথে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টহলদারি করাতে হবে

• প্রশাসনিক কর্তাদের মালদহের গ্রামে গ্রামে ঘুরতে হবে

• ফেরার তালিকায় থাকা অভিযুক্তদের গ্রেফতার করতে হবে

• বাসিন্দারা অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ করতে হবে

হঠাৎ ছিটমহলে

কোচবিহারে প্রশাসনিক বৈঠক সেরে হঠাৎই সাবেক ছিটমহল জোত নিজজমা এলাকায় ঢুকে পড়লেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা। পর্যবেক্ষক দলের সদস্য দিল্লির সিইও চন্দ্রভূষণ কুমার কী খোঁজ নিলেন? কী নির্দেশ দেওয়া হল? একনজরে সেই কথোপকথন

চন্দ্রভূষণ কুমার-ভোট কবে জানেন?

সাবেক ছিটের বাসিন্দা অমূল্য বর্মন নিরুত্তর। (পাশে থাকা অন্য বাসিন্দাদের সঙ্গে চাউনি বিনিময় করেন)

চন্দ্রভূষণ- ভোটগ্রহণ কেন্দ্র কোথায় জানেন?
অমূল্যবাবু- না।
প্রশাসনের এক কর্তা এগিয়ে এসে বলেন, ‘‘দ্বারিকামারি প্রাথমিক বিদ্যালয়, স্যার’’

সাবেক ছিটমহলের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। ছবি: হিমাংশুরঞ্জন দেব।

চন্দ্রভূষণ- এখান থেকে কত দূরে
মেখলিগঞ্জের বিডিও বিরুপাক্ষ দত্ত- প্রায় এক কিলোমিটার।

চন্দ্রভূষণ- বাচ্চারা ওই স্কুলে যায়?
প্রশাসনের কর্তারা মাথা নেড়ে সন্মতি জানালেন।

চন্দ্রভূষণ- ভোটার তালিকায় কারও নাম বাদ যায়নি তো? কোন সমস্যা নেই তো আপনাদের?
সমস্বরে জবাব বাসিন্দাদের- না। আমরা সবাই খুশি। ভোটার পরিচয় পত্র পাওয়ার অপেক্ষায় আছি।

চন্দ্রভূষণ- এখানে বিএলও কে?
তড়িঘড়ি ভিড় ঠেলে এগিয়ে এলেন বিএলও মমতা রায় প্রামাণিক।

চন্দ্রভূষণ- উনি কোন বিভাগের কর্মী?
বিএলও- আশাকর্মী স্যার।

চন্দ্রভূষণ (বাসিন্দাদের)- বিএলও-কে চেনেন?
অমূল্যবাবু সহ কয়েকজন- হ্যাঁ। উনি তো নিয়মিত এলাকায় আসেন।

চন্দ্রভূষণ (প্রশাসনের কর্তাদের)- ভোটার তালিকায় যাদের নাম উঠবে তাঁদের সবার মোবাইল নম্বর সংগ্রহ হচ্ছে তো?
প্রশাসনের কর্তারা- ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্দিষ্ট ফর্মে মোবাইল নম্বরের অপশন নেই। ভোটার স্লিপ ইস্যুর আগেই সব সংগ্রহ করে নেওয়া হবে।

চন্দ্রভূষণ (বাসিন্দাদের)- কী ভাবে ভোট দিতে হয় আপনারা জানেন?
কয়েকজন বাসিন্দা- হ্যাঁ, আমাদের ভোটযন্ত্র দেখিয়ে বোঝানো হয়েছে।
অমূল্যবাবু-স্যার চা খাবেন তো?

চন্দ্রভূষণ- অনেক দূর যেতে হবে। আপনারা বলছেন, এটাই যথেষ্ট।

commission observer election commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy