বিজেপিকর্মীর বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন তাঁদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটে কোচবিহার-১ ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বিজেপিকর্মী মিঠুনচন্দ্র দাসের বাড়িতে দলের আরও কয়েক জন সদস্যকে নিয়ে একটি বৈঠকে বসেছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। সেই সময় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। বিজেপিকর্মীরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। প্রচুর বাইক ভাঙচুর করেন তাঁরা।
বিজেপি বিধায়ক মিহিরের দাবি, এই কাজ তৃণমূলপোষিত গুন্ডাবাহিনীর। এখনও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দলের মুখোপাত্র পার্থপ্রতিম রায় জানান যে, এটি পারিবারিক বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পরিবারের মধ্যে গন্ডগোলকে তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বিধায়ক মিহির।