Advertisement
১০ জুন ২০২৪

র‌্যাগিংয়ের অভিযোগ পলিটেকনিকে

পলিটেকনিক কলেজের হস্টেলে থাকা বেশ কয়েকজন ছাত্র নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইলেক্ট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনের ছাত্র বিভাস৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০৩:৫৭
Share: Save:

এ বার র‌্যাগিং-এর অভিযোগ উঠল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে৷ সিনিয়রদের কথা না মানায় বুধবার কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে৷ এই ঘটনার পেছনে র‌্যাগিং রয়েছে মানতে না চাইলেও বিষয়টি নিয়ে একটি কমিটি গড়ে তদন্ত শুরু করেছেন কলেজ কর্তৃপক্ষ৷

কলেজ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে কলেজের মধ্যেই হস্টেলে থাকা ছাত্রদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে স্থানীয় কিছু ছাত্র৷ সেই সময় হস্টেলে থাকা ছাত্রদের আক্রমণে বিভাসকুমার বর্মন নামে এক ছাত্রের মাথা ফেটে যায়৷ জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে গোলমালের খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশও৷ পলিটেকনিক কলেজের হস্টেলে থাকা বেশ কয়েকজন ছাত্র নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইলেক্ট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনের ছাত্র বিভাস৷

বিভাসের অভিযোগ, ‘‘হস্টেলে থাকা ছাত্ররা সব সময় আমাদের তাদের কথা শোনার নির্দেশ দেয়৷ একটু এদিক ওদিক হলেই পরীক্ষায় বসতে না দেওয়ার বা পরীক্ষায় বসতে হলে তাদের টাকা দিতে হবে বলে মানসিকভাবে অত্যাচার করতে থাকে৷ এটা একটা র‌্যাগিংই৷’’ তিনি জানান, বুধবারও মাঠের মধ্যে স্থানীয় কয়েকজনকে ওরা ধমকাচ্ছিল৷ বিভাস জানান, তখন তিনি ক্লাসে ছিলেন৷ ক্লাস থেকে ফিরে তাঁরা সবাই অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন৷ কিন্তু অধ্যক্ষের কাছে যাওয়ার সময়ই তাঁদের উপরে আক্রমণ হয় বলে বিভাসের দাবি৷ ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে ছুটে এসেছেন বিভাসের বাবা পেশায় পুলিশ কর্মী কিশোরীমোহন বর্মন৷ তাঁর অভিযোগ, ‘‘এতদিন সহ্য করলেও, এদিন প্রতিবাদ করতে গিয়েই আমার ছেলে আক্রান্ত হয়েছে৷’’

পুলিশ সূত্রের খবর, কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে র‌্যাগিং শব্দটি ব্যাবহার করা হয়নি৷ তবে কলেজে তাদের ওপর প্রতিনিয়ত যে মানসিক অত্যাচার হয় তার উল্লেখ করা হয়েছে সেখানে৷ ঘটনার তদন্তে ইতিমধ্যেই কলেজে গিয়েছে পুলিশ৷ সেই সঙ্গে কমিটি গড়ে ঘটনার তদন্ত শুরু করেছে কলেজও৷ যদিও র‌্যাগিংয়ের অভিযোগ মানতে নারাজ কলেজ কর্তৃপক্ষও৷ কলেজের অধ্যক্ষ পূজন সরকার বলেন, ‘‘আমাদের কাছে র‌্যাগিং নিয়ে লিখিত কোনও অভিযোগ আসেনি৷ তবে গোটা ঘটনাটি যেহেতু কলেজ চত্বরে হয়েছে, তাই কেন এই ঘটনা ঘটলা তা জানতে দশজনকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ragging র‌্যাগিং
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE