Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ম্যালেরিয়ার রিপোর্ট নিয়েই এ বার বিতর্ক

হস্টেলের দুই ছাত্রের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছে বলে উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তা নিয়েই এ বার ধোঁয়াশা তৈরি হয়েছে। রবিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস দাবি করেন, তিনি বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে জেনেছেন ছাত্রদের শয্যায় থাকা প্রেসক্রিপশনের নথিতে ‘ভাইভ্যাক্স ম্যালেরিয়া’ বলে উল্লেখ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০২:৪২
Share: Save:

হস্টেলের দুই ছাত্রের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়েছে বলে উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তা নিয়েই এ বার ধোঁয়াশা তৈরি হয়েছে।

রবিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস দাবি করেন, তিনি বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে জেনেছেন ছাত্রদের শয্যায় থাকা প্রেসক্রিপশনের নথিতে ‘ভাইভ্যাক্স ম্যালেরিয়া’ বলে উল্লেখ করা হয়েছে। অথচ রিপোর্টে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বলা হয়েছে কেন তা পরিষ্কার নয়। বিষয়টি জানিয়ে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন বলেও জানান। যদিও উত্তরবঙ্গ মেডিক্যালের সুপার নির্মল বেরা জানিয়েছেন, ‘‘এখনও এ বিষয়ে চিঠি পাইনি। খোঁজ নিয়ে দেখব।’’

দুই ছাত্রের ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ধরা পড়েছে জানার পরেই গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে মাটিগাড়া ব্লক স্বাস্থ্য দফতরে খবর পাঠানো হয়। সেখান থেকে মেডিক্যাল টিম পাঠিয়ে হস্টেলের ছাত্রছাত্রীদের সকলের রক্তপরীক্ষা করানোর প্রক্রিয়াও শুরু হয়। ছাত্রদের তিনটি হস্টেলের সঙ্গে প্রায় দু’শো পড়ুয়ার রক্ত পরীক্ষা করাও হয় গত তিনদিন ধরে। যে মেডিক্যাল টিম গিয়েছিল তাদের কাছে পর্যাপ্ত কিট না থাকায় ছাত্রীদের হস্টেলে রক্ত পরীক্ষা তাঁরা শুরু করেননি। তবে শনিবার তারা জানিয়ে দিয়েছেন, যাদের রক্ত পরীক্ষা হয়েছে তাদের কারও ম্যালেরিয়া ধরা পড়েনি। ছাত্রী হস্টেল ছাত্রদের হস্টেল থেকে অনেকটা দূরে। তাই সেখানে রক্ত পরীক্ষার আপাতত প্রয়োজন নেই।

তবে পর্যাপ্ত কিট না থাকার জন্যই ছাত্রীদের হস্টেলে রক্ত পরীক্ষা করা হচ্ছে না বলে সন্দেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশের। অসিতবাবু বলেন, ‘‘সকলের রক্ত পরীক্ষার প্রয়োজন নেই। যে দুই ছাত্র আক্রান্ত হয়েছিল তাদের পাশেপাশে যাঁরা রয়েছেন তাদের রক্ত পরীক্ষা করারই নিয়ম। জ্বর কারও হচ্ছে দেখলে তবেই পরীক্ষা করা দরকার। কিটের কোনও অভাব নেই।’’

যে দিন ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার খবর মেডিক্যাল থেকে জানানো হয়েছিল সেদিনই দুই ছাত্র মালদহে তাদের বাড়িয়ে চলে গিয়েছিলেন। কর্তৃপক্ষের তরফে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে অবশ্য জানানো হয় তাঁরা ভাল আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Malaria Debate Doctor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE