Advertisement
০৬ মে ২০২৪

মৈত্রী ম্যাচ ঘিরে কোচবিহারে প্রস্তুতি তুঙ্গে

বিশ্বকাপ আবহের উন্মাদনার মধ্যে আন্তজার্তিক মৈত্রী ক্রিকেট ম্যাচে আজ শনিবার কোচবিহারের মাঠে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (অনূর্ধ্ব ১৭)। এপারের বাংলা ক্রিকেট দলের (অনূর্ধ্ব ১৬) মুখোমুখি হচ্ছে সফরকারী দল। ওই ক্রিকেট ম্যাচ ঘিরে জেলাজুড়ে দুই বাংলার নবীন প্রজন্মের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। শুক্রবার রাজবাড়ি স্টেডিয়ামে সফরকারী দলের অনুশীলন দেখতেও উৎসাহীদের ভিড় ছিল।

রাজবাড়ি স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের (অনূর্ধ্ব ১৭) অনুশীলন চলছে। —নিজস্ব চিত্র।

রাজবাড়ি স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের (অনূর্ধ্ব ১৭) অনুশীলন চলছে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২১ মার্চ ২০১৫ ০২:৫৩
Share: Save:

বিশ্বকাপ আবহের উন্মাদনার মধ্যে আন্তজার্তিক মৈত্রী ক্রিকেট ম্যাচে আজ শনিবার কোচবিহারের মাঠে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (অনূর্ধ্ব ১৭)। এপারের বাংলা ক্রিকেট দলের (অনূর্ধ্ব ১৬) মুখোমুখি হচ্ছে সফরকারী দল। ওই ক্রিকেট ম্যাচ ঘিরে জেলাজুড়ে দুই বাংলার নবীন প্রজন্মের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। শুক্রবার রাজবাড়ি স্টেডিয়ামে সফরকারী দলের অনুশীলন দেখতেও উৎসাহীদের ভিড় ছিল।

এক সপ্তাহের সফরে বাংলাদেশ জাতীয় দল একটি এক দিনের ম্যাচ ও একটি তিন দিনের ম্যাচে বাংলার ওই দলের মুখোমুখি হবে। বৃহস্পতিবার বাংলাদেশ দলের খেলোয়াড়েরা কোচবিহারে পৌঁছন। শুক্রবার বাংলা দলের খেলোয়াড়রা এসেছেন। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব বিষ্ণুব্রত বর্মন বলেন, “দু’টি দলের খেলোয়াড়েরাই কোচবিহারে পৌঁছেছেন। শনিবার দুই দলের প্রথম তথা একমাত্র সীমিত ওভারের এক দিনের ওই ম্যাচ রাজবাড়ি স্টেডিয়ামে আয়োজনের বন্দোবস্ত সম্পূর্ণ হয়ে গিয়েছে। সকাল ৯টায় ৪৫ ওভারের নির্ধারিত ম্যাচটি শুরু হবে। সিএবি-র আম্পায়ার, স্কোয়াররাও চলে এসেছেন।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রের খবর, সিএবি-র সহযোগিতায় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের জন্ম শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে ওই মৈত্রী ম্যাচের আয়োজন করার ছাড়পত্র মিলেছে। কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ২১ মার্চ শনিবার সীমিত ওভারের এক দিনের প্রথম ম্যাচ খেলবে দুই দল। ওই স্টেডিয়ামেই ২৩-২৫ (সোম-বুধবার) মার্চ তিন দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষিত কিউরেটর ম্যাচ দু’টির জন্য ইতিমধ্যে পিচ তৈরির কাজ সম্পূর্ণ করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে দর্শকেরা উপভোগ্য ম্যাচ দেখার সুযোগ পাবেন বলে ডিএসএ কর্তাদের আশা। দর্শকদের মধ্যে দুই বাংলার ওই ম্যাচ ঘিরে তৈরি হওয়া ব্যাপক উন্মাদনার কথা মাথায় রেখে ওই ম্যাচের কোনওটির জন্য টিকিট কাটতে হবে না বলে ইতিমধ্যে জেলা ক্রীড়া সংস্থার কর্তারা জানিয়ে দিয়েছেন। ফলে ম্যাচ ঘিরে জেলার স্কুল পড়ুয়া কচিকাঁচা থেকে ক্রিকেট প্রেমী প্রবীণ, সব মহলের আগ্রহ আরও তুঙ্গে উঠেছে। দিনহাটা মহকুমার ক্রীড়া সংস্থার সচিব বিভুরঞ্জন সাহা বলেন, “বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে তৈরি উন্মদনার প্রভাব ওই মৈত্রী ম্যাচ ঘিরেও থাকছে। ইতিমধ্যে আগ্রহীদের চাপে এক দিনের খেলা দেখানোর জন্য একটি বাস পর্যন্ত ভাড়া করা হয়ে গিয়েছে।” নাটাবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত সেন জানিয়েছেন, বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় সিনিয়র দলের পারফরম্যান্স এপারের ক্রিকেটপ্রেমী পড়ুয়াদেরও মন কেড়েছে। জুনিয়র মাশরাফিদের খেলা দেখার ব্যাপারে পড়ুয়ারা অনেকেই আগ্রহী।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রেই জানা গিয়েছে, ম্যাচের প্রস্তুতি হিসেবে অস্থায়ী পরিকাঠামোও তৈরি করা হচ্ছে। ওই তালিকায় স্টেডিয়াম চত্বরে প্যাভিলিয়ন, পোশাক বদলের ঘর, বিশ্রাম ঘর তৈরির কাজ শুরু করা হয়েছে। শহরের দু’টি হোটেলে ক্রিকেটার-সহ দু’টি দলের ৪২ জনের থাকার বন্দোবস্ত করা হয়েছে। সফরকারী দলের খেলোয়াড়দের উদ্যোক্তারা স্মারক উপহার তুলে দেবেন। ম্যাচের আয়োজন খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতেই কোচবিহারে পৌঁছন সিএবি কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE