Advertisement
E-Paper

কাকা-ভাইঝির দেহ উদ্ধার বেরুবাড়িতে

সম্পর্কে কাকা-ভাইঝি৷ কিন্তু বয়সের ব্যবধান মাত্র দু’বছরের৷ এক সঙ্গে এমনই এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ গাছের ডাল থেকে উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির বেরুবাড়ির সরকার পাড়া এলাকায়৷ পুলিশের সন্দেহ, কীটনাশকও খেয়েছে দু’জন৷

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ০১:২৫

সম্পর্কে কাকা-ভাইঝি৷ কিন্তু বয়সের ব্যবধান মাত্র দু’বছরের৷ এক সঙ্গে এমনই এক যুবক ও এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ গাছের ডাল থেকে উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির বেরুবাড়ির সরকার পাড়া এলাকায়৷ পুলিশের সন্দেহ, কীটনাশকও খেয়েছে দু’জন৷

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের একজনের নাম জয়ন্ত রায় (১৮)৷ অপরজনের নাম রঞ্জনা রায়৷ রঞ্জনার বাবা দীপেন্দ্রনাথ রায়ের খুড়তুতো ভাই জয়ন্ত৷ সেই সম্পর্কেই জয়ন্ত ও রঞ্জনা কাকা-ভাইঝি৷ দু’জনের বাড়িও পাশাপাশি৷ জয়ন্ত স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র৷ রঞ্জনাও ওই স্কুলেই নবম শ্রেণীতে পড়াশোনা করে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ন্ত রঞ্জনা সহ তার আরো দুই বোনকে মাঝে মধ্যেও পড়াতোও ৷

দুই পরিবার সূত্রের খবর, সোমবার সন্ধ্যা থেকেই আচমকাই রঞ্জনাকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না৷ দেখা যায় জয়ন্তও নেই৷ তারপর সবাই তাদের খুঁজতে শুরু করে৷ রাতেই বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি পাকুর গাছের ডালে দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ গাছের নীচে পড়েছিল কীটনাশক ৷

এ দিনই দুটি দেহের ময়না তদন্ত হয়৷ ময়না তদন্তের পর চিকিৎসকরা নিশ্চিত আত্মঘাতী হওয়ার আগে প্রথমে দুজনেই বিষ খায়৷ তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলে পড়ে৷ পুলিশের সন্দেহ, দুজনের মধ্যেই প্রণয়ের সম্পর্ক ছিল৷ এবং সেই সম্পর্ক থেকে কিছু আড়াল করতেই এমন পথ বেছে নিয়েছে তারা৷

যদিও ওই যুবক বা কিশোরীর বাড়ির লোকেরা তা মানতে নারাজ ৷ কিশোরীর বাবা দীপেন্দ্রবাবু বলেন, ‘‘সম্পর্কে ওরা কাকা-ভাইঝি ছিল৷ সেভাবেই মেলামেশা করতো৷ শুধু আমাদের কেন, গ্রামের কারও চোখেও তেমন কোন ঘটনা কোনদিন চোখে পড়েনি৷’’ একই কথা বলেন জয়ন্তর মামা গণেশ রায়ও৷ জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘তদন্তে সবই দেখা হচ্ছে৷’’

Berubari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy