Advertisement
২০ এপ্রিল ২০২৪

নিহত তৃণমূল কর্মীর মা অসুস্থ, ভর্তি আইসিইউতে

২২জানুয়ারি তপসিখাতার জয় বাংলা হাটে খুন হন তৃণমূল কর্মী তুষার বর্মণ৷ দলেরই স্থানীয় পরোরপাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু রায়ের দলবলের বিরুদ্ধে তাঁকে খুন করার অভিযোগ ওঠে৷ অভিযোগ, মারধরের পর তুষারের মাথায় গুলি চালায় শম্ভু৷ ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়৷

অসুস্থ: আলিপুরদুয়ার হাসপাতালে পার্বতীদেবী। নিজস্ব চিত্র

অসুস্থ: আলিপুরদুয়ার হাসপাতালে পার্বতীদেবী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৩
Share: Save:

তপসিখাতার নিহত তৃণমূল কর্মী তুষার বর্মণের মা পার্বতী বর্মণকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হল৷ ছেলে খুন হওয়ার পর থেকে গভীর শোকে আচ্ছন্ন পার্বতীদেবী খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন৷ ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ শনিবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করলে রবিবার বেলার দিকে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ এই মুহূর্তে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি৷

২২জানুয়ারি তপসিখাতার জয় বাংলা হাটে খুন হন তৃণমূল কর্মী তুষার বর্মণ৷ দলেরই স্থানীয় পরোরপাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু রায়ের দলবলের বিরুদ্ধে তাঁকে খুন করার অভিযোগ ওঠে৷ অভিযোগ, মারধরের পর তুষারের মাথায় গুলি চালায় শম্ভু৷ ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়৷

তুষারের পরিবার সূত্রের খবর, কয়েক বছর আগে গাড়ি দুর্ঘটনায় তুষারের বাবা তৎকালীন তৃণমূলের বুথ সভাপতি তরুণচন্দ্র রায়ের মৃত্যু হয়৷ তারপর নিজের ২৫ বছরের তরতাজা একমাত্র ছেলের গুলিবিদ্ধ অবস্থায় খুন হওয়ার ঘটনায় শোকে কাতর হয়ে পড়েন পার্বতীদেবী৷ সেইসঙ্গে ছেলের খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভেও ফুঁসছিলেন তিনি৷ তুষারের পরিবারের লোকেরা জানিয়েছেন, এই দুইয়ের জেরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন পার্বতীদেবী৷ তুষার খুনের পর থেকে গ্লুকোজ মেশানোর জলের উপরেই ছিলেন তিনি৷ তাও সেই জলও তাকে জোর করেই খাওয়ানো হচ্ছিল৷

তুষারের জ্যাঠামশাই অরুণচন্দ্র বর্মণ বলেন, “তুষারকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হলে হয়তো ওর মাকে বোঝানো একটু সহজ ছিল৷ কিন্তু মূল অভিযুক্ত-সহ তিনজন তো এখনও অধরা৷ এই অবস্থায় দিনের পর দিন না খেতে খেতে একেবারেই দুর্বল হয়ে পড়েছিলেন তুষারের মা৷ শনিবার রাত থেকে অসুস্থতা বেড়ে যায়৷ রবিবার সকালে শরীরিক অবস্থা আরও খারাপ হলে আমরা হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেই৷”

এ দিন বেলা সওয়া এগারোটা নাগাদ পার্বতীদেবীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নীরিক্ষার পর তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করিয়ে নেন৷ হাসপাতালের সুপার চিন্ময় বর্মণ বলেন, “গভীর মানসিক শোকের জন্য খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়াতেই উনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন৷ এই মুহূর্তে আইসিইউ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি৷ ওনাকে সুস্থ করে তুলতে সব ধরণের চিকিৎসারই ব্যবস্থা হচ্ছে৷”

তৃণমূলের আলিপুরদুয়ার ১ ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, “দুপুরেই আমি ওনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম৷ আগের চাইতে খানিকটা ভাল রয়েছেন তিনি৷ আমরাও চাই পার্বতীদেবী দ্রুত সুস্থ হয়ে উঠুন৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sick TMC ICU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE