Advertisement
E-Paper

ধুপগুড়িকে মহকুমা ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র

১৬ টি গ্ৰাম পঞ্চায়েত, ৯৮ টি গ্ৰাম, ১০৩ টি মৌজা, ২ টি থানা, ২২ টি চা বাগান নিয়ে গঠিত ধূপগুড়ি ব্লক। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ধূপগুড়ি ব্লকের জনসংখ্যা ৪ লাখেরও বেশি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২০:০০
নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও, ধূপগুড়িকে মহকুমা করার দাবি নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ধূপগুড়িকে মহকুমা করার দাবিতে এবার মুখ্যমন্ত্রীর কাছে ধূপগুড়ি মহকুমার নাগরিক মঞ্চেরদাবিপত্র নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন স্থানীয় বিধায়ক মিতালী রায়।

ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, ‘‘ধূপগুড়িকে মহকুমা করার দাবি দীর্ঘদিনের।আমরা বহুদিন থেকেই আন্দোলন চালাচ্ছি। সামনে বিধানসভা নির্বাচন।ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বানারহাটকে পৃথক ব্লক ঘোষণা করেছেন। আমরা চাই এবার নির্বাচনের আগেই ধূপগুড়ি ব্লকএবং বানারহাট মিলিয়ে মহকুমা করা হোক।’’

প্রায় ১০ বছর ধরে রাজ্যের অন্যতম বৃহত্তম ব্লক ধূপগুড়িকে মহকুমা ঘোষণার দাবি উঠছে। বিগত প্রায় ৫ বছর থেকে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দলের নেতা-মন্ত্রীদের হাতে মহকুমার দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। এমনকি ২০১২ সালে তৎকালীন ধূপগুড়ির বিধায়ক মমতা রায় বিধানসভায় মহকুমার প্রস্তাবটি উত্থাপন করেন। কিন্তু তারপরেও ধূপগুড়ি মহকুমা হয়নি। সম্প্রতি ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও মহকুমার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। অন্যদিকে বিধানসভা ভোট সামনে চলে আসায় তৃণমূল, বিজেপি-সহ রাজনৈতিক দলগুলি এটাকে ইস্যু করে প্রচারে নামতে চলেছে।

১৬ টি গ্ৰাম পঞ্চায়েত, ৯৮ টি গ্ৰাম, ১০৩ টি মৌজা, ২ টি থানা, ২২ টি চা বাগান নিয়ে গঠিত ধূপগুড়ি ব্লক। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ধূপগুড়ি ব্লকের জনসংখ্যা ৪ লাখেরও বেশি। এদিকে ইতিমধ্যেই ধূপগুড়ি ব্লককে ভেঙে বানারহাট ব্লক গঠনের তোড়জোড় শুরু হওয়ার ফলে মহকুমা গঠনের দাবি আরও জোরালো হয়েছে।

ধূপগুড়ি ব্লকের এক প্রান্তে রয়েছে চামুর্চি ভুটান সীমান্ত।সেখান থেকে জলপাইগুড়ি শহরের দূরত্ব কম করে ৯০ কিলোমিটার এবং সেই এলাকার মানুষকে এসডিও অফিসে কোনও জরুরি কাজের জন্য যেতে হলে ৯০ কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয়। আর এতে সময় যেমন বেশি লাগে, তেমনই টাকা খরচ হয়।হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। তাই ধূপগুড়িবাসীর দাবি ধূপগুড়ি ব্লককে মহকুমা করা হোক। ইতিমধ্যেই বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় নেতা থেকে রাজ্য নেতাদের হাতে মহকুমার দাবিপত্র তুলে দিয়েছে। বিজেপি নির্বাচনে জিতলে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়ে প্রচার শুরু করেছে।

তৃণমূল বিধায়ক মিতালী রায় বলেন,‌ ‘‘মহাকুমা নাগরিক মঞ্চ দাবিপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য। ধুপগুড়িকে মহকুমা করার দাবি জানিয়েছেন তারা। এই দাবি ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত বলেই আমি মনে করি। আমিও চাই ধূপগুড়ি মহকুমা হোক।’’

আরও পড়ুন:কিসান রেলের ‘ছদ্মনামে’ বঙ্গে ‘ভোট এক্সপ্রেস’-এর উদ্বোধন মোদীর

আরও পড়ুন:হোমগার্ডে বদলি ডায়মন্ড হারবারের সেই পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে

Dhubguri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy