Advertisement
১১ মে ২০২৪

জ্বরের রোগী মৃত বালুরঘাটে

ডেঙ্গি সন্দেহে রোগী মৃত্যু অব্যাহত দক্ষিণ দিনাজপুরে। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বালুরঘাট হাসপাতালে মৃত্যু হল সুচিত্রা দাস (৫৫) নামে এক মহিলার।

ডেঙ্গিতে মৃতের শোকার্ত পরিবার। — নিজস্ব চিত্র

ডেঙ্গিতে মৃতের শোকার্ত পরিবার। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট ও মালদহ শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৬ ০১:৫১
Share: Save:

ডেঙ্গি সন্দেহে রোগী মৃত্যু অব্যাহত দক্ষিণ দিনাজপুরে। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বালুরঘাট হাসপাতালে মৃত্যু হল সুচিত্রা দাস (৫৫) নামে এক মহিলার। হিলি ব্লকের তিওড় এলাকার বাসিন্দা সুচিত্রাদেবী ৩ নভেম্বর বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পাশাপাশি শনিবার রাতেই ওই হাসপাতালে অজানা জ্বরে এক যুবকের মৃত্যু হয়েছে। জেলার কুমারগঞ্জের ডাঙারহাট এলাকার বাসিন্দা শ্রীমন্ত সরকার (৩৬) জ্বর নিয়ে ওই দিন সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বাভাবিক ভাবে তাঁর রক্তের ম্যাকঅ্যালাইজা পরীক্ষার সুযোগ পাওয়া যায়নি। ফলে শ্রীমন্তের মৃত্যু ডেঙ্গিতে নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন। কিন্তু ডেঙ্গির প্রাথমিক লক্ষণ এনএসওয়ান পজিটিভ নিয়ে ভর্তির পর দু’দিন কেটে গেলেও সুচিত্রাদেবীরও কেন ম্যাকঅ্যালাইজা পরীক্ষা হল না, তার কোনও সদুত্তর দেননি হাসপাতাল সুপার তপন বিশ্বাস। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ‘‘সুচিত্রাদেবীর চিকিৎসার ক্ষেত্রে ঠিক কী হয়েছিল, তা জানতে চেয়েছি।’’

হাসপাতাল সূত্রের খবর, ম্যাকঅ্যালাইজা পরীক্ষা কিটের অভাব রয়েছে। যদিও তা স্বীকার করছেন না স্বাস্থ্য বিভাগের কর্তারা। সেই সঙ্গে ঠিক কত জন ডেঙ্গি রোগী বালুরঘাট জেলা এবং গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন, তার সঠিক তথ্যও চেপে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোগীদের দ্রুত রক্ত পরীক্ষার ক্ষেত্রে হাসপাতালের তরফে অনীহা দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। রবিবার পর্যন্ত বালুরঘাট হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত ৬ জন ভর্তি আছেন। এনএসওয়ান পজিটিভ নিয়ে ভর্তি আছেন আরও ১৫ জন। অভিযোগ, রোগ সচেতনতা ও প্রতিরোধে মোটা টাকা দেওয়া হলেও পুর ও পঞ্চায়েত স্তরে ধারাবাহিক ভাবে উদ্যোগী হতে দেখা যায়নি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমারবাবুর বক্তব্য, আক্রান্ত এলাকাগুলিতে মেডিক্যাল টিম পাঠিয়ে রক্ত পরীক্ষা থেকে সচেতনতার কাজ হয়েছে। এর পরে স্থানীয় পঞ্চায়েত থেকে ধারাবাহিক ভাবে জমা জল সাফাই এবং সচেতনতার কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে তা হচ্ছে না বলেই ডেঙ্গি নতুন করে থাবা বসাচ্ছে।

এ বছর মালদহতেও বিগত বছরগুলির চেয়ে ডেঙ্গির প্রকোপ দশগুণের বেশি। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিক্যালে রক্ত পরীক্ষা করে এখনও পর্যন্ত জেলাতেই ৫৭৫ জন ডেঙ্গি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এ ছাড়া ভিন জেলা ও রাজ্যের রয়েছেন আরও ৩৫ জন। পাশাপাশি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যাও প্রচুর। রোগীর ভিড়ে হাসপাতালের মেল ও ফিমেল ওয়ার্ড উপচে পড়ছে। বেড, এমনকী ওয়ার্ডের মেঝেও ফাঁকা নেই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সেখানে ডেঙ্গিতে আক্রান্ত ২৪ জনের চিকিৎসা চলছে। জ্বরে আক্রান্ত রয়েছেন আরও অন্তত ৭০ জন, যাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ম্যাকএলাইজা পরীক্ষার জন্য। তবে জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে কেউ মারা যাননি বলে স্বাস্থ্য দফতরের দাবি। মালদহে ডেঙ্গির এই ব্যাপক প্রকোপ নিয়ে কোনও স্বাস্থ্যকর্তাই কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fever patient dead
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE