Advertisement
১৯ মে ২০২৪

টয় ট্রেনে জোড়া হবে ডাইনিং কার

জানালার পাশে বসে এক কোট-প্যান্ট পরা সাহেব। তার সামনে রাখা টেবিলে টি-পট, পেয়ালা-পিরিচ। অন্য জানালার ধারে বসে বিদ্যা বালন তাঁর সামনে রাখা টেবিলে সেলাইয়ের সামগ্রী। পেছনে বসে গিটার হাতে গান ধরেছেন সইফ আলি খান। পুরোটাই টয়ট্রেনের কামরায়।

টয় ট্রেনের মধ্যেই এমন ডাইনিং কারে যাওয়ার সুযোগ পাবেন পর্যটকেরা। ছবি: রবিন রাই।

টয় ট্রেনের মধ্যেই এমন ডাইনিং কারে যাওয়ার সুযোগ পাবেন পর্যটকেরা। ছবি: রবিন রাই।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০২:২২
Share: Save:

জানালার পাশে বসে এক কোট-প্যান্ট পরা সাহেব। তার সামনে রাখা টেবিলে টি-পট, পেয়ালা-পিরিচ। অন্য জানালার ধারে বসে বিদ্যা বালন তাঁর সামনে রাখা টেবিলে সেলাইয়ের সামগ্রী। পেছনে বসে গিটার হাতে গান ধরেছেন সইফ আলি খান। পুরোটাই টয়ট্রেনের কামরায়।

হিন্দি ছবি ‘পরিণীতা’র গানের এমন দৃশ্য দেখে, পর্যটকদের অনেকেই আক্ষেপ করেন, টয়ট্রেনের এমন সাজানো গোছানো কামরায় চেপে যদি পাহাড়ে পাকদণ্ডি পথ পাড়ি দেওয়া যেত! এ বার সেই আক্ষেপ মেটাতে উদ্যোগী হয়েছে দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। আগামী সেপ্টেম্বর থেকে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত টয়ট্রেনের ‘জয় রাইডে’র সংখ্যা বাড়তে চলেছে। সেই সঙ্গে ট্রেনে একটি ডাইনিং কামরাও থাকবে। যাত্রীদের খাবারও পরিবেশন করা হবে।

ষাটের দশক পর্যন্ত টয় ট্রেনে ডাইনিং কামরা ছিল। পরে রক্ষণাবেক্ষণের অভাবে তা বন্ধ হয়ে যায়। পর্যটক টানতে তাই এবার ফেরাতে উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ। দেখতে অবিকল কোনও রেস্তোরাঁর মতো। রেস্তোরাঁয় যে ভাবে চেয়ার-টেবিল সাজানো থাকে তেমনই ভাবেই কামরার আসবাব সাজানো। চলন্ত ট্রেনে মৃদু ঝাঁকুনির সঙ্গে জানলারা কাচে পাহাড়-জঙ্গলে চোখ রেখে ধুমায়িত চা-কফি খাওয়ার সুযোগ থাকছে পর্যটকদের জন্য। সঙ্গে সসেজ-কুকিজও পেতে পারেন। তবে ডাইনিং কামরায় প্রতি সিটের জন্য পৃথক টিকিট বিক্রি হবে না। পুরো কামরাটাই সংরক্ষণ করতে হবে। ১৪ জনের বসার কামরার ভাড়া পড়বে সাড়ে ১৯ হাজার টাকা।

দার্জিলিং হিমালয়ান রেল তথা ডিএইচআরের এরিয়া অফিসার নরেন্দ্র মোহন বলেন, ‘‘পুজোর আগেই পর্যটকদের জন্য একাধিক জয়রাইড চালু হচ্ছে। সব ক’টি রাইডের জন্যই নতুন সাজানো গোছানো কামরার ব্যবস্থা হয়েছে।’’

বর্তমানে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত ৬টি জয়রাইড চলে। আগামী সেপ্টম্বর থেকে এই রাইডের সংখ্যা বেড়ে হবে ৯। নতুন জয়রাইডের জন্য তৈরি কামরার দেওয়াল তৈরি হবে কাঠ দিয়ে। এক একটি সিটের মধ্যে দূরত্ব থাকবে। যাতে পর্যটকরা গা এলিয়ে বসতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। জানলায় ঘোলা কাচের পরিবর্তে লাগানো হয়েছে স্বচ্ছ কাচ। সঙ্গে পর্দাও। রেলের তরফে জানানো হয়েছে কয়লার ইঞ্জিনে টানা এই জয় রাইডের ভাড়া হবে এগারোশো টাকা। রেলের তরফে জানানো হয়েছে, জয়রাইডের কামরায় রক্ষণাবেক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। স্বাচ্ছন্দ্যের অভাবে পর্যটকের সংখ্যাও কমতে থাকে বলে অভিযোগ। সম্প্রতি ইউনেস্কোর সমীক্ষাতেও এই বিষয়গুলি তুলে ধরা হয়। স্বাচ্ছন্দ্যে ভর দিয়েই তাই আগামী মাস থেকে পর্যটক টানার পথে ছুটবে টয়ট্রেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toy Train Darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE