ধর্মঘটের ভাল সাড়া মিলল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুই জেলায়। দুই জেলার অধিকাংশ জায়গায় দোকান বাজার এবং চা বাগান বন্ধই ছিল। সরকারি বেসরকারি অফিস ছিল বন্ধ। রাস্তাতেও বিশেষ চোখে পড়েনি মানুষের আনাগোনা।
জলপাইগুড়ি জেলা জুড়েই সরকারি বেসরকারি সমস্ত অফিস বন্ধ ছিল। ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, নাগরাকাটা সব জায়গাতেই বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। জেলার চা বাগানতে শ্রমিকরা কাজে যোগ দেননি। ফলে চা বাগান এলাকায় ধর্মঘট সর্বাত্মক ছিল। খুব প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বেরতে দেখা যায়নি। বানারহাটে রেল অবরোধ করেন বন্ধ সমর্থকরা।
সরকারি বাস পথে নামলেও বেসরকারি বাস নামেনি। সরকারি বাস চালকদের হেলমেট পরে বাস চালাতে দেখা গিয়েছে। যদিও সব বাসেই যাত্রীর সংখ্যা ছিল হাতে গোনা। আবার সরকারি বাসগুলিকে পথে বেরিয়ে বন্ধে সমর্থকদের অবরোধের মুখে পড়তে হয় জায়গায় জায়গায়।