Advertisement
১৯ মে ২০২৪

জিটিএ প্রতিনিধিদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল

দফতর হস্তান্তর সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ ও আর্জি শুনতে আগামী ১৫ জুন জিটিএ-এর প্রতিনিধিদের কলকাতায় বৈঠকে ডেকেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। জিটিএ-এর দাবি, সেই বৈঠকে রাজ্যের সচিবরাও উপস্থিত থাকবেন বলে রাজ্যপাল জানিয়েছেন। শুক্রবার জিটিএ-এর ৬ সদস্যের প্রতিনিধি দল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০৩:১১
Share: Save:

দফতর হস্তান্তর সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ ও আর্জি শুনতে আগামী ১৫ জুন জিটিএ-এর প্রতিনিধিদের কলকাতায় বৈঠকে ডেকেছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। জিটিএ-এর দাবি, সেই বৈঠকে রাজ্যের সচিবরাও উপস্থিত থাকবেন বলে রাজ্যপাল জানিয়েছেন। শুক্রবার জিটিএ-এর ৬ সদস্যের প্রতিনিধি দল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এ দিন রাজ্যপালের সঙ্গে প্রায় কুড়ি মিনিট আলোচনা হয়েছে জিটিএ-এর প্রতিনিধি দলের। প্রতিনিধি দলে জিটিএ-এর চিফ তথা মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ নিজেও উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী দফতর হস্তান্তর না হওয়ায় জিটিএ-এর পক্ষে স্বাধীনভাবে কাজ করা সম্ভব হচ্ছে না বলে এ দিন রাজ্যপালকে নালিশ জানিয়েছে মোর্চা। বিভিন্ন দাবি-আর্জি জানিয়ে স্মারকলিপিও দিয়েছে জিটিএ।

জিটিএ-এর চিফ গুরুঙ্গ বলেন, ‘‘দার্জিলিঙে এখন শান্তি রয়েছে। উন্নয়নের কাজ করার এটাই সময়। জিটিএ-এ স্বাধীন ভাবে কাজ করাতে রাজ্য সরকারের সঙ্গে কিছু সমস্যা হচ্ছে। সে বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। সেই সঙ্গে গোর্খাল্যান্ডের দাবিও জানানো হয়েছে। আগামী ১৫ জুন রাজ্যপাল কলকাতায় বৈঠকে ডেকেছেন।’’ দার্জিলিঙের জন্য পৃথক পেনশন এবং পিএফ ডিরেক্টরেটও চালু করার দাবি জানানো হয়েছে। গত ২৭ মে রাজ্যপাল দার্জিলিঙে এসেছেন। এ দিন রাজ্যভবনেই জিটিএ-এর প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের বৈঠক হয়েছে। আজ, শনিবার জামুনিতে চন্ডীপাঠ ও পুজোয়ও রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছে মোর্চা। আগামী ৫ জুন পর্যন্ত রাজ্যপালের দার্জিলিঙে থাকার কথা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GTA governor keshari nath tripathi darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE