Advertisement
০৪ মে ২০২৪

কৈলাস যাবেন, প্রস্তুতি জেলায়

বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলা নেতাদের নিয়ে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ০৩:৩০
Share: Save:

পঞ্চায়েত নির্বাচনে দলের রণকৌশল ঠিক করে দিতে আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলা নেতাদের নিয়ে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ দুপুরে লাটাগুড়িতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে কী ধরণের রণ কৌশল নেওয়া হবে – বৈঠকে তা নিয়েই আলোচনা হবে বলে বিজেপির নেতারা জানিয়েছেন৷ যদিও বিজেপির এই বৈঠককে গুরুত্ব দিতে নারাজ জেলার তৃণমূল নেতারা৷

বিজেপির জেলা সভাপতি দীপেন প্রামাণিক বলেন, ‘‘মূলত বিস্তারক যোজনা নামে একটি কর্মসূচি চালু করতেই দলের কেন্দ্রীয় নেতার জলপাইগুড়িতে আসা৷ এই যোজনায় কোন একটি ব্লকের নেতা-কর্মীরা অন্য ব্লকে গিয়ে কাজ করবেন৷ তবে তার সঙ্গে জেলা নেতাদের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা৷ যেখানে জায়গা পাবে বন্ধ চা বাগানের সমস্যা ও দলের আন্দোলন কর্মসূচিও৷

বিজেপির জলপাইগুড়ি জেলা নেতারা জানিয়েছেন, ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা৷ সেজন্য প্রথমে বুথ কমিটিগুলি সাজানো হচ্ছে৷ দীপেনবাবু বলেন, ‘‘রাজ্যের অন্যান্য জায়গার মত এই জেলাতেও প্রতিদিনই তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় হচ্ছে৷ গ্রাম-গঞ্জ থেকে প্রচুর মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন৷ ফলে আগামী পঞ্চায়েত নির্বাচনে জেলায় বিজেপির সাফল্য কেউ রুখতে পারবে না৷ সেই সাফল্যে পৌঁছানোর রণ কৌশলই বৃহস্পতিবারের সভায় ঠিক করে দেবেন কৈলাশ বিজয়বর্গীয়৷

তবে বিজেপির এই কেন্দ্রীয় নেতার জলপাইগুড়ি সফরকে অবশ্য প্রকাশ্যে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল৷ দলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর কথায়, ‘‘বিজেপির নয়, বরং যত দিন যাচ্ছে ততই এই জেলায় তৃণমূলেরই শক্তি বৃদ্ধি পেয়ে চলেছে৷ এ বারের পঞ্চায়েত নির্বাচনে তার জবাব ভালভাবেই পাবে বিজেপি৷ ফলে ওরা যতই বৈঠক বা সভা করুক না কেন তাতে কোন লাভ হবে না৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE