Advertisement
E-Paper

জর্দাভ্যালি জমজমাট

জমে উঠেছে জর্দাভ্যালি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নকআউট ময়নাগুড়ি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার দ্বিতীয় ম্যাচে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ফুটবল কোচিং ক্যাম্প ১-০ গোলে হারিয়ে দিয়েছে কদমতলা বিএসএফ দলকে।

দীপঙ্কর ঘটক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৬
খেলা চলছে কাঞ্চনজঙ্ঘা স্পোর্টিং ক্লাব ও কদমতলা বিএসএফের। ছবি: দীপঙ্কর ঘটক

খেলা চলছে কাঞ্চনজঙ্ঘা স্পোর্টিং ক্লাব ও কদমতলা বিএসএফের। ছবি: দীপঙ্কর ঘটক

জমে উঠেছে জর্দাভ্যালি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নকআউট ময়নাগুড়ি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার দ্বিতীয় ম্যাচে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ফুটবল কোচিং ক্যাম্প ১-০ গোলে হারিয়ে দিয়েছে কদমতলা বিএসএফ দলকে। এ দিন ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পায় কাঞ্চনজঙ্ঘা ফুটবল কোচিং। তার পর একটি পেনাল্টিও পেয়েছিল বিএসএফ দল। পেনাল্টি বক্সের মধ্যে কাঞ্চনজঙ্ঘার ফুটবলারের হাতে বল লেগে যায়। গোল শোধ করে ম্যাচে সমতা ফেরানোর সুযোগকে এ দিন কাজে লাগাতে পারেনি বিএসএফ দল। তাতে সেমি ফাইনালে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা ফুটবল কোচিং।

উত্তরবঙ্গের জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতাগুলির মধ্যে জর্দাভ্যালি টু্র্নামেন্টের নাম রযেছে। মাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পর এ বছর ফের তারা আয়োজন করেছে। জর্দা নদীর ধারে পাঁচ বছর আগে শেষবার ফুটবলের আসর বসেছিল। খেলা দেখতে মাঠে ভিড় করছে ফুটবলপ্রেমীরা।

ফুটবল নিয়ে ডুয়ার্সের এই শহরে এখন উন্মাদনা তুঙ্গে। রঙিন হয়ে উঠেছে ময়নাগুড়ির পথঘাট। জাতীয় সড়কের উপর বানানো হয়েছে প্রাক্তন ভারতীয় ফুটবল তারকা অমল দত্তের স্মরণে বিরাট তোরণ। তাতে লাগানো হয়েছে ভারতীয় ফুটবল দুনিয়ায় ‘ডায়মন্ড সিস্টেম’ খ্যাত অমল দত্তর ছবিও। ক্লাব কর্মকর্তা ঝুলন দে ও গোবিন্দ পাল বলেন, ‘‘এই প্রতিযোগিতা নরেশচন্দ্র মজুমদার ও আভারানি মজুমদার এবং পরেশ সান্যাল, গিরিশ ঘোষ স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি এবং শন্তিরঞ্জন ও মীরারানি ঘোষ রানিং রানার্স ট্রফি নামে করা হয়। এর জৌলুস উত্তরের খেলার দুনিয়ায় কম নয়। মোট ৮টি দল যোগ দিয়েছে।’’

ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী বলেন, ‘‘ফুটবলের জনপ্রিয়তা ফেরাতে এই উদ্যোগ প্রশংসনীয়।’’ শুক্রবার প্রথম ম্যাচে শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দিয়েছে ডাবগ্রামের রাজ্য সশস্ত্র পুলিশের ১২ ব্যাটেলিয়ন দল। ময়নাগুড়ির প্রাক্তন ফুটবলার রতন ঘোষ জানান, মাঠটিকে যে ভাবে সাজানো হয়েছে তাতে ফের বল পায়ে মাঠে নামতে ইচ্ছে করছে তাঁর। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সুবাস বসুর কথায়, ‘‘ক্লাব সদস্যরা যোগাযোগ করেছিলেন দু’টি বার পোস্ট এর দাবি নিয়ে। দাবি শুনেই ব্যবস্থা করে দিয়েছি।’’ আজ, রবিবার ঢাকা ফুটবল অ্যাকাডেমি খেলবে কোচবিহারের কৃষি বিকাশ শিল্পকেন্দ্রের সঙ্গে।

football knock out
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy