ক্ষমতা দখল করতে হুমকি, তৃণমূল আইনজীবী সেলের নেতাদের একাংশের ঔদ্ধত্য— এ সব নিয়ে অভিযোগ ছিল। আদালত চত্বরে শাসক দলের আইনজীবী সেলের নেতাদের হাবভাব থাকত অন্য রকম। অভিযোগ, তাঁরাই যে জিতবেন হাবেভাবে সেটাই তাঁরা বোঝাতেন। আবার তাঁদের কিছু নেতা যেটা বলবেন সেটাই কার্যকর হতো, অন্যদের মতামত গুরুত্ব পেত না বলেও অভিযোগ। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিলয় চক্রবর্তী নামে এক আইনজীবীকে সম্পাদক পদে লড়ার সুযোগ করে দেওয়া নিয়েও দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ওই নেতা দলে এসেই সুযোগ নেবেন আর অন্যরা দীর্ঘদিন ধরে লড়েও সুযোগ পাবেন না কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। কয়েক জন নেতার মতকেই কেন প্রধান্য দিতে হবে, তা নিয়েও ক্ষোভ তৈরি হয়। এমনকী, ওই প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলের আইনজীবী সেলের এক নেতা মনোনয়নও জমা দেন। যদিও পরে তিনি প্রত্যাহার করে নেন।
মহুরিদের মতামত না নিয়েই জোর করে তাদের অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা নিয়েও অভিযোগ রয়েছে। তা নিয়ে আদালত চত্বরে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল। এমনকী অভিযোগ, একটি ম্যাগাজিন প্রকাশের সম্ভাবনাকে ঘিরে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দায়িত্ব যে আধিকারিককে রয়েছেন তৃণমূলের কথা না শুনলে তাঁকে নির্বাচন না করতে দেওয়ার হমকিও দেওয়া হয়েছিল শাসক দলের আইনজীবী সেলের নেতাদের একাংশের তরফে। দলের নেতারাই পিছনে থেকে এ সবে মদত দিয়েছেন বলে অভিযোগ। তা ভাল চোখে নেননি অনেকেই। তৃণমূলের আইনজীবী সেলের নেতাদের ঠেকাতে জোট বাঁধে কংগ্রেস আইনজীবী সেল এবং বাম মনোভাবাপন্ন আইনজীবীদের সংগঠন।
নিজেদের কর্তৃত্ব কায়েম করতে বিভিন্ন আইনজীবীদের ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে গৌতম দেবের বিরুদ্ধে। গত শনিবার নির্বাচনের দিনও আদালত চত্বরে গৌতম দেব থেকে নান্টু পাল, কৃষ্ণ পাল, বিকাশ সরকারদের মতো অনেক নেতাকেই দেখা গিয়েছিল। বিরোধী শিবিরের অনেকেরই নজরে পড়েছে তৃণমূলের নেতারা ঘনঘন ফোন করছেন। কখনও কৃষ্ণবাবু ফোন করছেন ঘনিষ্ঠ আইনজীবীদের। কখনও পরিচিত আইনজীবীর সঙ্গে মোবাইল নিয়ে কথা বলতে দেখা গিয়েছে বিকাশ সরকারদের। গৌতমবাবু ফোন ওঠালেই কয়েক জন আইনজীবী নেতা ঘনিষ্ঠ সতীর্থদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, গৌতমবাবু যখন হাত দিয়েছেন তখন শেষ দেখেই ছাড়বেন। তাঁরা শিবির করে বসেছিলেন। অন্য দিকে বিরোধীদের শিবিরে একসঙ্গে দেখা গিয়েছে কংগ্রেস সেলের গঙ্গোত্রী দত্ত, বাম সংগঠনের কমল অগ্রবালদের মতো আইনজীবীদের। ছিলেন পার্থ চৌধুরীও। তাঁরাও জোটবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন।