অস্তিত্বের সঙ্কটে রায়গঞ্জের কুলিক
রায়গঞ্জের ছোট নদী কুলিক। আমাদের বড় আপন। এক সময়ের বেগবতী, প্রাণবন্ত কুলিক এখন অস্তিত্বের সংকটে ভুগছে। সময়োচিত সংস্কারের অভাব, মাত্রাতিরিক্ত দূষণই কুলিকের বিপন্নতার কারণ। শুনেছি, নদীটি সংস্কারের জন্য ভাল পরিমাণ সরকারি অর্থ নাকি বহু আগে মঞ্জুর করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাজ কেন শুরু হয়নি, তা একটা প্রহেলিকা। কুলিককে বাঁচানোর জন্য স্থানীয় মানুষজনও খুব সচেতন নন। বালুরঘাটের ‘আত্রেয়ী’, জলপাইগুড়ির ‘করলা’ নদী নিয়ে সর্বস্তরের মানুষের যে আবেগ, কুলিকের জন্য রায়গঞ্জে সেই আবেগ কই? কুলিকের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্য প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি।
— সামিম আখতার বানু, রায়গঞ্জ