Advertisement
০২ মে ২০২৪

তৃণমূলের জনসভায় বুধবার মৌসম

তৃণমূলে যোগ দেওয়ার পরে মৌসম বেনজির নুরের প্রথম জনসভা হবে মালদহেই। কাল, বুধবার মালদহের নিত্যানন্দপুরে তৃণমূলের সভাতে জেলায় তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন মৌসমও।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০৪:২৬
Share: Save:

তৃণমূলে যোগ দেওয়ার পরে মৌসম বেনজির নুরের প্রথম জনসভা হবে মালদহেই। কাল, বুধবার মালদহের নিত্যানন্দপুরে তৃণমূলের সভাতে জেলায় তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন মৌসমও। এ দিন কলকাতায় শুভেন্দুবাবু নিজেই সে কথা জানিয়েছেন।

এই নিত্যানন্দপুরেই সভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই সভায় যে ভিড় হয়েছিল, তার চেয়ে বেশি মানুষ আনতে উদগ্রীব তৃণমূল নেতৃত্ব। মৌসমের দল বদলের পরে জেলায় তৃণমূলের শক্তি প্রদর্শনের মাঠও এই সভা হয়ে উঠতে পারে।

মৌসমের ক্ষেত্রেও তাই এই সভা একটি পরীক্ষা হতে চলেছে। তিনি তৃণমূলে যাওয়ার পরে তাঁর অনুগামীরাও কত জন এই সভায় আসেন, তার উপরে নজর থাকবে সকলের। তৃণমূলের একটি সূত্রের খবর, মৌসম দলবদলের পরে জেলা সভাপতির দায়িত্ব চেয়েছিলেন, যা তিনি পাননি। তাই, তৃণমূলের একটি সূত্রের ধারণা, এই সভায় এ বার অনুগামীদের টেনে এনে তাঁর উপরে মালদহের মানুষের কতটা আস্থা রয়েছে, সে প্রমাণ দেওয়ার চেষ্টা করবেন মৌসম।

তবে সভায় পাশের জেলা থেকেও লোক আনা হচ্ছে। মুর্শিদাবাদ, মালদহ ও দুই দিনাজপুরে তৃণমূলের সাধারণ সম্পাদক হয়েছেন মৌসম। তাই মুর্শিদাবাদ থেকেও তৃণমূল সমর্থকেরা আসছেন এই সভায়। দলীয় সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা থেকে বাছাই করা ২০০ দলীয় কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে আসছেন। জেলায় হাজার হাজার দলীয় কর্মী থাকা সত্ত্বেও কী এমন হল যে, পাশের জেলা থেকে স্বেচ্ছাসেবক আনতে হচ্ছে? দলীয় সূত্রে খবর, এতদিন জেলার যে-সমস্ত কর্মী দলীয় জনসভা বা দলীয় নানা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হতেন, এবার মাঠে লোক ভরাতে তাঁদের গ্রামেগঞ্জে নামানো হচ্ছে। বাস, ছোট গাড়ি বা মিছিল করে কর্মী-সমর্থকদের নিয়ে তাঁরা আসবেন। এমনকি, এই সভায় খাবার-দাবারের কোনও পাটই রাখছে না তৃণমূল নেতৃত্ব। সেখানেও সাধারণ কর্মী মোতায়েন করতে হবে না।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সভা সফল করতে জেলার ১৫টি ব্লকের মধ্যে ব্লকপিছু সভায় অন্তত ১০ হাজার করে কর্মী-সমর্থকদের নিয়ে আসার লক্ষ্যমাত্রা ব্লক নেতাদের কাছে বেঁধে দেওয়া হয়েছে। রবিবার থেকে ১৫টি ব্লকে একটি করে ট্যাবলোও ঘুরে মাইকে সভার প্রচার করছে। এছাড়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কর্মীরা সভার প্রচার চালাচ্ছেন। কিন্তু এত সত্ত্বেও সভা সুষ্ঠু ভাবে সামাল দিতে জেলার কোনও কর্মীকে স্বেচ্ছাসেবক রাখছেন না নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, পাশের মুর্শিদাবাদ জেলা থেকে ২০০ জন দলীয় স্বেচ্ছাসেবক আজ, মঙ্গলবারই পৌঁছে যাবেন মালদহে। বুধবার সকাল থেকেই তাঁরা নেমে পড়বেন সভাস্থলে। এ নিয়ে তৃণমূলের মালদহ জেলা কোর কমিটির সদস্য তথা আইএনটিটিইউসির জেলা সভাপতি মানব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপির সঙ্গে চ্যালেঞ্জের কোনও ব্যাপার নেই। আসলে বিজেপির নেতারা সভায় যা মিথ্যাচার করে গিয়েছেন, তার জবাব দেওয়া হবে আমাদের সভায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Mausam Noor Meeting TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE