ভোট-পর্ব মিটল শান্তিতেই। ফলের পরে নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, খাদ্যমন্ত্রীরাও। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে চলল ভোটগ্রহণ। স্বস্তিতে প্রিসাইডিং অফিসার, নির্বাচনী পর্যবেক্ষক।
স্কুলের পড়ুয়াদের ‘গণতন্ত্রের পাঠ’ দিতে সোমবার এমনই ভোট হল উত্তর দিনাজপুরের চাকুলিয়ার হরিপুর জুনিয়র হাইস্কুলে। তাতে তৈরি হল শিশু সংসদ।
স্কুল সূত্রে খবর, গণতন্ত্র এবং ভোট প্রক্রিয়া কী তা শেখাতেই এমন আয়োজন। গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভাবে ভোটগ্রহণ করা হয়, ঠিক তেমন ভাবেই নির্বাচন হল স্কুলে। খসড়া ভোটার তালিকা প্রকাশ, নাম সংশোধন ও সংযোজনের সুযোগ, নির্বাচনের দিন ঘোষণা, পাঁচটি পদে পড়ুয়াদের মনোয়নয়নপত্র জমা ও প্রত্যাহার, ব্যালট পেপার তৈরি— পরপর হয় সবই। প্রাথীদের প্রতীক ছিল বই, কলম, চেয়ার, টেবিল। শিক্ষকদের মধ্যে থেকে প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট নিয়োগ করা হয়। নিরাপত্তারক্ষীও ছিল। তৈরি করা হয় ভোটকক্ষ, ব্যালটবাক্স। পড়ুয়ারা পছন্দের প্রাথীকে ব্যালটে ভোট দিয়ে ওই বাক্সে ফেলে।