Advertisement
২০ মে ২০২৪

নাকা তল্লাশি ঘিরে চাঞ্চল্য মালবাজারে

গোশালা মোড়ের পর এ বার মালবাজারের হাড়িয়া মোড় সংলগ্ন তেসিমিলা৷ পুলিশের নাকাচেকিং-কে ঘিরে ফের উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে৷ এর জেরে পুলিশের একটি মোটর সাইকেলে ভাঙচুর হয় বলে অভিযোগ৷ যদিও পুলিশ তা অস্বীকার করেছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৩৪
Share: Save:

গোশালা মোড়ের পর এ বার মালবাজারের হাড়িয়া মোড় সংলগ্ন তেসিমিলা৷ পুলিশের নাকাচেকিং-কে ঘিরে ফের উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে৷ এর জেরে পুলিশের একটি মোটর সাইকেলে ভাঙচুর হয় বলে অভিযোগ৷ যদিও পুলিশ তা অস্বীকার করেছে৷

জানা গিয়েছে, এ দিন সকালে তেসিমিলার পূর্ত সড়কে নাকা চেকিং করছিলেন মালবাজারের ট্রাফিক পুলিশ৷ নেতৃত্বে ছিলেন মালবাজারের ট্রাফিক ওসি অর্ঘ্য সরকার৷ তার সঙ্গে চারজন সিভিক ভলান্টিয়ার ছিলেন৷ একটি পিক আপ ভ্যান সহ কয়েকটি ছোট গাড়ি আটকে সে গুলির কাগজ-পত্র পরীক্ষা শুরু হতেই গোলমাল বাধে৷ ওই গাড়ির চালকদের অভিযোগ, কিছুদিন ধরে ওই এলাকায় চেকিং-এর নামে পুলিশ তাদের হয়রান করছে৷ নানা অজুহাতে টাকা আদায় করা হচ্ছে৷

স্থানীয় সূত্রের খবর, ওই রাস্তা দিয়ে প্রতিদিন সকালে অনেক খুদে পড়ুয়া মালবাজার শহরে স্কুলে পড়তে যায়৷ এলাকার বাসিন্দাদের কারও কারও অভিযোগ, তল্লাশির ফলে একের পর এক গাড়ি দাঁড়িয়ে থাকায় প্রতিদিন হয়রান হতে হয় ওই খুদে পড়ুয়াদেরও৷ এই পরিস্থিতিতে এ দিন গাড়ি চালকদের পাশে দাঁড়ান স্থানীয়দের একাংশ৷ শুরু হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ৷ ট্রাফিকের ওসি সহ সিভিক ভলেন্টিয়াররা পাশেই একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেও উপস্থিত হয় বিক্ষোভকারীরা৷ অভিযোগ সেই সময় পুলিশের একটি মোটর সাইকেলে ভাঙচুর হয়৷ খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে ওসি ট্রাফিক অর্ঘ্য সরকার দাবি করেন, পাথর-বালির গাড়ি পুলিশ যাতে আটকাতে না পারে সে জন্যই এ দিন কিছু লোক এমন পরিস্থিতি তৈরি করেছে৷ বাসিন্দাদের অভিযোগ, আগে একমাত্র জাতীয় সড়কেই এ ভাবে তল্লাশি চলত। কিন্তু কিছুদিন যাবৎ বিভিন্ন রাজ্য ও পুর্ত সড়কে গাড়ি দাঁড় করিয়েও তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

'NAKA' checking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE