Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Dengue

ডেঙ্গি আরেক কাউন্সিলরেরও

ডেঙ্গির সঙ্গে জাপানি এনসেফ্যালাইটিস বা অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যালে শিলিগুড়ি-সহ দার্জিলিং জেলা থেকে অন্তত ২৫ জন এখন পর্যন্ত এইএস আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ০২:১৪
Share: Save:

ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন শিলিগুড়ির আরেক কাউন্সিলর। শুক্রবার রাতে তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান নিখিল সাহানিকে। শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, প্রচন্ড জ্বর, শরীরে ব্যথা রয়েছে নিখিলবাবুর। এর আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক।

স্বাস্থ্য দফতরের হিসাব মতো শিলিগুড়ি পুর এলাকায় ডেঙ্গিতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১৭ জন। তার মধ্যে শুধু অগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ১৭০ জন। বেসরকারি হিসাবে, সংখ্যাটা অবশ্য কয়েকগুণ বেশি। মারা গিয়েছেন চার জন। তার উপর ম্যাক এলাইজা পরীক্ষায় ডেঙ্গির জীবাণু না-মিললেও রোগীদের বমি, ব্যথা, প্লেটলেট কমে যাওয়া, ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা দেওয়ায় তা চিন্তার কারণ হয়েছে স্বাস্থ্য দফতরের। আজ, শনিবার চিকিৎসকদের নিয়ে আলোচনায় বসছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

ডেঙ্গির সঙ্গে জাপানি এনসেফ্যালাইটিস বা অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যালে শিলিগুড়ি-সহ দার্জিলিং জেলা থেকে অন্তত ২৫ জন এখন পর্যন্ত এইএস আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। তিন জন মারাও গিয়েছেন। নকশালবাড়ির বাসিন্দা রাজু প্রধান জেই আক্রান্ত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যালে সিসিইউতে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা সঙ্কটজনক।

শিলিগুড়ি হাসপাতালে অন্তত দু’শো জ্বরের রোগী ভর্তি। ম্যাক এলাইজা পরীক্ষায় নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাস্থ্য দফতর ডেঙ্গি আক্রান্ত বলতে চাইছে না। এ দিন শিলিগুড়ি জেলা হাসপাতালে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, সেবক রোড এবং কলেজপাড়ার দুটি নার্সিংহোমে ডেঙ্গি পরিস্থিতির খোঁজ নিতে যান পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, ‘‘পরিস্থিতি উদ্বেগজনক।’’ এ দিন ১৫ নম্বর ওয়ার্ডে সচেতনতা প্রচার করেন মেয়র অশোক ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue Councillor শিলিগুড়ি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE