Advertisement
১৯ মে ২০২৪

সরানো হল কৃষ্ণেন্দু ঘনিষ্ঠ গৌতমকে

এবার মালদহ জেলা কেন্দ্রীয় সমবায় মৎস্যজীবী সমবায় সমিতি থেকে সরানো হল কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠকে। প্রায় এক বছর ধরে ওই সমিতির সভাপতি পদে ছিলেন কৃষ্ণেন্দু ঘনিষ্ঠ তথা কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান গৌতম চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৬ ০১:৪৪
Share: Save:

এবার মালদহ জেলা কেন্দ্রীয় সমবায় মৎস্যজীবী সমবায় সমিতি থেকে সরানো হল কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠকে। প্রায় এক বছর ধরে ওই সমিতির সভাপতি পদে ছিলেন কৃষ্ণেন্দু ঘনিষ্ঠ তথা কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান গৌতম চৌধুরী। কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে অনাস্থা এনে সমিতির সভাপতি পদ থেকে তাঁকে হঠানো হয়। মঙ্গলবার তাঁর জায়গায় সমিতির নতুন সভাপতি হন তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেনের ঘনিষ্ঠ বলে পরিচিত শুভময় বসু। শুভময়বাবু কৃষ্ণেন্দুর বিরুদ্ধে বিদ্রোহ করে পদত্যাগ করা আট কাউন্সিলারের মধ্যে একজন। মালদহ জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি সূত্রে জানা গিয়েছে, এই জেলায় নথিভুক্ত ১২২টি মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে। এদের মধ্যে সমিতির সদস্য ৬০ জন। তাঁরাই সমিতির বোর্ড অব ডিরেক্টরের ৯ জন সদস্য নির্বাচিত করেন। ২০১৫-র ১৯ নভেম্বর সমিতির বোর্ড অব ডিরেক্টরের ভোট হয়েছিল। তখন জিতে সমিতির সভাপতি হয়েছিলেন গৌতম চৌধুরী। যদিও এই বিষয় নিয়ে কৃষ্ণেন্দুবাবু কোনও মন্তব্য করতে চাননি। গৌতম চৌধুরী বলেন, ‘‘আমি দলেরই চক্রান্তের শিকার হলাম।’’ যদিও শুভময়বাবু চক্রান্তের ব্যপার উড়িয়ে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goutam Choudhury Krishnendu Choudhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE