Advertisement
E-Paper

দলে টেনে, টসে জিতে বোর্ড গঠন

কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকারের অভিযোগ, ‘‘আমাদের জেতা গ্রাম পঞ্চায়েতকে দখল করতে নির্বাচিত দুই সদস্যকে অপহরণ করে নিজেদের দিকে টেনে গণতন্ত্রকে হত্যা করল তৃণমূল৷

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৯
পাহারা: মেন্দাবাড়িতে পুলিশের নিরাপত্তা বলয়। ছবি: নারায়ণ দে

পাহারা: মেন্দাবাড়িতে পুলিশের নিরাপত্তা বলয়। ছবি: নারায়ণ দে

কংগ্রেসের টিকিটে জেতা সদস্যকে প্রধান করে কংগ্রেসের দখলে থাকা আলিপুরদুয়ার জেলার একমাত্র গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস৷
বৃহস্পতিবার এমন ঘটনাই ঘটল কালচিনির মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতে৷ পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ওই এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেখানকার পরিস্থিতি সামাল দেয়৷
পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় ৬৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র একটি করে গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিল কংগ্রেস ও বামেরা৷ যদিও বোর্ড গঠনের আগেই দল ভাঙিয়ে বামেদের দখলে থাকা ওই একটি গ্রাম পঞ্চায়েত দখল করে নেয় তৃণমূল৷ কিন্তু নিজেদের জেতা একমাত্র গ্রাম পঞ্চায়েত মেন্দাবাড়িকে ধরে রাখতে মরিয়া ছিলেন কংগ্রেসের জেলা নেতারা৷ ওই গ্রাম পঞ্চায়েতে ১১টির মধ্যে ৭টি আসনে জিতেছিলেন কংগ্রেস প্রার্থীরা৷ বাকি ৪টি আসনে জয়ী হন তৃণমূলের প্রার্থীরা৷
২৭ অগস্ট মেন্দাবাড়িতে বোর্ড গঠনের দিন নির্দিষ্ট হলেও, আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় সে দিন তা স্থগিত করে দেয় প্রশাসন৷ তখনই কংগ্রেসের জেলা নেতারা অভিযোগ করেন, তাদের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের ভাঙাতে তৃণমূলকে সময় দিতেই প্রশাসন ওই দিন বোর্ড গঠন স্থগিত রেখেছিল৷
এই অবস্থায় বৃহস্পতিবার সেখানে বোর্ড গঠনের দিন ঠিক হয়৷ বোর্ড গঠনের নির্দিষ্ট সময়ের আগেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ভিড় জমাতে শুরু করেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা৷ একটি নির্দিষ্ট দূরত্বে পুলিশ তাঁদের আটকে দেয়৷ কিন্তু আচমকাই দেখা যায় তৃণমূলের চার পঞ্চায়েত সদস্যের সঙ্গে একই গাড়িতে চেপে কংগ্রেসের জয়ী দুই গ্রাম পঞ্চায়েত সদস্য মনা রাভা ও শ্যামল রাভা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকছেন৷ স্বাভাবিকভাবেই সেই সময়ই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশের বাধা পেরিয়ে কংগ্রেস সমর্থকদের একাংশ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ৷ পুলিশ তাড়া করে তাঁদের সরিয়ে দেয়৷
এ দিকে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে ভিতরে ততক্ষণে বোর্ড গঠন করে ফেলে তৃণমূল৷ কংগ্রেস থেকে সদ্য দলে যোগ দেওয়া সদস্য মনা রাভাকে প্রধান নির্বাচিত করা হয়৷ উপপ্রধান হন চন্দ্রা নার্জিনারী৷
কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বরঞ্জন সরকারের অভিযোগ, ‘‘আমাদের জেতা গ্রাম পঞ্চায়েতকে দখল করতে নির্বাচিত দুই সদস্যকে অপহরণ করে নিজেদের দিকে টেনে গণতন্ত্রকে হত্যা করল তৃণমূল৷’’ যদিও সদ্য প্রধান হওয়া মনা রাভা বলেন, ‘‘উন্নয়নের স্বার্থেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন৷’’
জেলা তৃণমূলের সভাপতি মোহন শর্মা বলেন, ‘‘কংগ্রেসের দুই নির্বাচিত সদস্য নিজেদের ইচ্ছেয় তৃণমূলে যোগ দিয়েছেন৷’’
এ দিন টসের মাধ্যমে মাদারিহাটের শিশুঝুমরা গ্রাম পঞ্চায়েতের দখলও নিয়েছে তৃণমূল৷ পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের ফল ত্রিশঙ্কু হয়৷ বৃহস্পতিবার বোর্ড গঠনের সময় দেখা যায় তৃণমূল ও বিজেপি দুই দলের সমান সমান সদস্য রয়েছেন৷ এর পর টসের মাধ্যমে তৃণমূলের সদস্যরা সেখানে প্রধান ও উপ প্রধান নির্বাচিত হন৷ বোর্ড দখল হতেই শিশুঝুমরা এলাকায় বিজয় মিছিল বের করেন তৃণমূলের নেতা-কর্মীরা৷

Panchayat Election 2018 Panchayat Alipurduyar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy