Advertisement
০৪ মে ২০২৪

প্রত্যাহার হল পরিমলের জামিন-আর্জি

প্রায় আড়াই মাস কেটে গিয়েছে। কিন্তু, শিলিগুড়ির নিখোঁজ তরুণী সঙ্গীতা কুণ্ডুর কোনও হদিস করতে পারেনি পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০২:৩৯
Share: Save:

প্রায় আড়াই মাস কেটে গিয়েছে। কিন্তু, শিলিগুড়ির নিখোঁজ তরুণী সঙ্গীতা কুণ্ডুর কোনও হদিস করতে পারেনি পুলিশ। তাঁকে অপহরণের মামলায় যার বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে, তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়ার মতো প্রমাণ মেলেনি বলে পুলিশ দাবি করছে। তা হলে সঙ্গীতার হদিস কবে, কী ভাবে মিলবে সেই প্রশ্নে উদ্বেগ বাড়ছে নানা মহলের। এই অবস্থায়, সঙ্গীতা-অপহরণ মামলায় যাঁর নাম জড়িয়েছে, সেই জিম-পার্লারের কর্ণধার পরিমল সরকারের আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তাঁর আইনজীবী৷ এ দিন জলপাইগুড়ি আদালতে সেই আবেদন প্রত্যাহার করা হয়।

গত ১৭ অগস্ট শিলিগুড়ির সেবক রোডের একটি জিম, পার্লার ও ডান্স অ্যাকাডেমির কর্মী সঙ্গীতা নিখোঁজ হন ৷ ২৬ অগস্ট মালিক পরিমলবাবু থানায় একটি মিসিং ডায়েরি করেন ৷ ৫ সেপ্টেম্বর পরিমলবার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন সঙ্গীতার মা অঞ্জলি দেবী ৷ যার প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর জলপাইগুড়ি আদালতে আগাম জামিনের আবেদন করেন পরিমলবাবু ৷

কিন্তু আদালতে এই মামলায় শুনানির প্রথম দিনে তা মুলতুবি রাখার জন্য আদালতের কাছে সময় চান পরিমলবাবুর আইনজীবী ৷ ১৮অক্টোবর আদালতের অবসরকালীন বিচারকের এজলাসে ফের শুনানি মুলতুবি করে সময় চান তার আইনজীবী ৷ এরপর এ দিন ফের মামলার শুনানি ছিল ৷

কিন্তু এ দিন আবেদন শুনানির নম্বর আসতেই আবেদনের সময় একমাস পেরিয়ে যাওয়ায় তা শুনতে চায়নি আদালত ৷ জলপাইগুড়ির সরকারি আইনজীবি সোমনাথ পাল বলেন, ‘‘একে তো এই মামলার কেস ডায়েরি এ দিন আদালতে জমা পড়েনি ৷ তার ওপর নির্ধারিত সময়ের এক মাস পেরিয়ে যাওয়ার জন্যই এ দিন আবেদনের শুনানি হয়নি ৷’’

তবে পরিমলবাবুর আইনজীবী সন্দীপ দত্ত এ দিনই অবশ্য আগাম জামিনের আবেদনটি প্রত্যাহার করে নেন ৷ সন্দীপবাবুর কথায়, “প্রথমত, আদালত এ দিন এই আবেদনটি শুনতে চায়নি ৷ তার ওপর নিখোঁজ তরুণীটিও এখনও উদ্ধার হননি ৷ পুলিশের তদন্তে আমাদের আস্থা রয়েছে৷ তরুণী উদ্ধার হলেই আসল সত্য বেরিয়ে আসবে৷ সে জন্যই এ দিন আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছি৷” পরিমলবাবুর আইনজীবী এও জানান, প্রয়োজনে আগামীদিনে ফের এই আবেদন করা হতে পারে ৷

এ দিকে সঙ্গীতার পরিবারের আইনজীবী অর্ণব সেনগুপ্ত এ দিন বলেন, ‘‘আগাম জামিনের আবেদনের শুনানি যে ৩ নভেম্বর হবে সেটা ১৮ অক্টোবরই ঠিক হয়ে গিয়েছিল৷ তার পরেও সিডি আদালতে না পৌঁছানোটা খুবই রহস্যের৷ ভবিষ্যতে আবেদন হলে আমাদের না জানিয়ে শুনানি যাতে না হয় সেই ব্যাপারে আদালতের দ্বারস্থ হব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sangeeta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE