Advertisement
০৭ মে ২০২৪

স্যালাইন কিনতে হচ্ছে বাইরে থেকে

ডেঙ্গি এবং জ্বরে আক্রান্ত হাসপাতালের ভর্তি রোগীদের বাইরে থেকে স্যালাইনের বোতল কেনার অভিযোগ উঠেছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এবং হিলি গ্রামীণ হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্ত একাধিক রোগীর আত্মীয় অভিযোগ করেন, হাসপাতালে না পেয়ে বাইরে থেকে বেশি টাকা দিয়ে স্যালাইনের বোতল কিনতে হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০২:২৫
Share: Save:

ডেঙ্গি এবং জ্বরে আক্রান্ত হাসপাতালের ভর্তি রোগীদের বাইরে থেকে স্যালাইনের বোতল কেনার অভিযোগ উঠেছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এবং হিলি গ্রামীণ হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্ত একাধিক রোগীর আত্মীয় অভিযোগ করেন, হাসপাতালে না পেয়ে বাইরে থেকে বেশি টাকা দিয়ে স্যালাইনের বোতল কিনতে হচ্ছে। বালুরঘাট হাসপাতালে এ নিয়ে রোগীর আত্মীয়দের মধ্যে অভিযোগ শোনা গিয়েছে।

বালুরঘাট হাসপাতালে গত তিন দিনে জ্বর এবং ডেঙ্গিতে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। আইসোলেশন ওয়ার্ডের পাশে নতুন একটি ওয়ার্ড খুলেও রোগীদের জায়গা সংকুলান হচ্ছে না। এ দিন মেঝে থেকে রোগীদের উঠিয়ে বেডে থাকার ব্যবস্থা করতে গঙ্গারামপুর হাসপাতাল থেকে ৫০টি শয্যা আনা হয়েছে। ক্রমাগত রোগীর চাপ এবং চিকিৎসা পরিষেবা নিয়ে অবহেলার নালিশের মধ্যে নতুন করে স্যালাইনের অভাবের অভিযোগের খবরে জেলা স্বাস্থ্য দফতর নড়ে বসেছে। দক্ষিণ দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে বলেন, ‘‘হাসপাতাল থেকে বিনা মূল্যে রোগীদের স্যালাইন এবং ওষুধ সরবরাহের ব্যবস্থা রয়েছে।’’ বাইরে থেকে বেশি দামে স্যালাইন কেনার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সুকুমারবাবু।

এ দিন হিলি হাসপাতালে ভর্তি এক রোগী অভিযোগ করেন, ডেঙ্গি জ্বরে বিশেষ ধরনের স্যালাইন দিতে হয়। হাসপাতালে তার সরবরাহ নেই বলে স্বাস্থ্যকর্মীরা বাইরের দোকান থেকে ওই স্যালাইনের বোতল কিনতে বাধ্য করছেন। একটি স্যালাইনের বোতলের দাম ১২০ টাকা হিসাবে, তাঁরা দিনে দু’টি স্যালাইনের বোতল ৪২০ টাকা দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন। এতে গরিব রোগীরা বিপাকে পড়ে গিয়েছেন। বেসরকারি ল্যাবগুলিতে রক্ত পরীক্ষা করার পরামর্শে সাধারণ গরিব রোগীরা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

জেলায় নতুন করে ডেঙ্গির প্রকোপ এবং হাসপাতালে বিপুল সংখ্যক রোগী ভর্তি শুরু নিয়ে তৈরি ডামাডোলের মধ্যে হাসপাতালের এক শ্রেণির অসাধু কর্মী সক্রিয় হয়ে উঠেছেন বলেও হাসপাতালের একাংশ চিকিৎসক অভিযোগ উড়িয়ে দেননি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমারবাবুর বক্তব্য, ডেঙ্গি রোগীর জন্য আলাদা কোনও স্যালাইনের ব্যবস্থা নেই। সরকারি ভাবে স্যালাইন সব রকম রোগের রোগীদের হাসপাতাল থেকে বিনা মূল্যে দেওয়া হয়। কারা ওই চক্রের সঙ্গে জড়িত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া, ডেঙ্গির রক্ত পরীক্ষা কেবলমাত্র বালুরঘাট হাসপাতালেই হয় বলে জানিয়ে সুকুমারবাবু বলেন, এ দিন থেকে রবিবার সহ ছুটির দিনেও হাসপাতালে জ্বরের রোগীদের রক্ত পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে।

বাসিন্দারা জানন, স্যালাইন নিয়ে স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, কোনও রকম বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, কিন্তু ভয় পুরোপুরি কাটছে না। হাসপাতালে স্বাস্থ্যকর্তাদের নজর বাড়ানোর দাবি উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hospital saline
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE