Advertisement
E-Paper

এটিএমও খালি, সংসারে বাড়ছে ধার

অনেক ক্ষণ লাইনে দাঁড়িয়ে এ ক’দিন যা তবু কিছু জুটছিল, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকায়, তা-ও আর মেলেনি। রবিবারও ব্যাঙ্ক, ডাকঘর বন্ধ থাকবে। এর মধ্যে এটিএম-এ টাকা নেই। তাই সব সংসারেই মুদি থেকে মহাজনের কাছে বাড়ছে ঋণের বোঝা।

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০১:৩৩
ইসলামপুরের একটি ব্যাঙ্কের সামনে লাইন। শনিবার। — নিজস্ব চিত্র

ইসলামপুরের একটি ব্যাঙ্কের সামনে লাইন। শনিবার। — নিজস্ব চিত্র

অনেক ক্ষণ লাইনে দাঁড়িয়ে এ ক’দিন যা তবু কিছু জুটছিল, শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকায়, তা-ও আর মেলেনি। রবিবারও ব্যাঙ্ক, ডাকঘর বন্ধ থাকবে। এর মধ্যে এটিএম-এ টাকা নেই। তাই সব সংসারেই মুদি থেকে মহাজনের কাছে বাড়ছে ঋণের বোঝা।

পুরনো টাকা সরলো

শনিবার ব্যাঙ্ক বন্ধ ছিল। কিন্তু নতুন টাকা ঢুকতে পারে আশায় এত দিনের জমা পড়া পুরনো ৫০০ ও হাজার টাকা ভল্ট থেকে সরানোর কাজে এদিন সকাল থেকে ব্যস্ততা তুঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের স্টেটব্যাঙ্কের প্রধান শাখায়। ব্যাঙ্কের ভেতর আলো ও কর্মীদের দেখে এদিন অনেকে টাকা তুলতে ছোটেন। কিন্তু লেনদেন বন্ধ শুনে মুখ কালো করে তাদের ফিরে যেতে হয়। বালুঘাটের আনন্দবাগান পাড়ার বাসিন্দা উজ্জ্বল সরকার, প্রৌঢ় বিকাশ চৌধুরী বলেন, ছুটির দিনে ব্যাঙ্ক খোলা থাকছে ভেবে টাকা তুলতে গিয়েছিলাম। পেলাম না। সারা মাসের মুদি এবং ওষুধের খরচের বাকি শোধ দিতে না পারলে কি হবে ভেবে পাচ্ছি না।

বন্ধ হল এটিএম

এটিএম ও ডাকঘর নিয়ে দুর্ভোগ অব্যাহত জলপাইগুড়িতেও৷ সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এটিএম নিয়ে৷ ব্যাঙ্কের পাশাপাশি জলপাইগুড়ির এদিন বেশিরভাগ এটিএমই বন্ধ ছিল৷ তার মধ্যে যে দু-একটি সকালের দিকে খোলা ছিল তাতে ভিড় উপচে পড়ে৷ কিন্তু নির্দিষ্ট সংখ্যক গ্রাহক টাকা পাওয়ার পরই সেখানেও টাকা শেষ হয়ে যায়৷ এটিএম খুলবে আশা নিয়েও এদিন অনেকে বন্ধ এটিএমের সামনে ভিড় করেন৷

মাস পয়লা নিয়ে চিন্তা

রিজার্ভ ব্যাঙ্কের চেষ্ট বা সিন্দুক ব্যাঙ্ক হলো বালুরঘাটের ওই স্টেটব্যাঙ্ক শাখা। গত ৮ নভেম্বর নোট বাতিলের পর থেকে এ যাবত ওই ব্যাঙ্কে প্রায় ৮০ কোটি টাকা জমা পড়ে রয়েছে। কিন্তু এখনও অবধি রিজার্ভ ব্যাঙ্কের তরফে ওই পুরনো টাকা ফেরত নিতে কোনও উদ্যোগ নেয়নি। এবং প্রয়োজনীয় টাকাও সরবরাহ করা হয়নি। আর মাত্র ৩ দিন বাদে মাস পয়লা। চাকরিজীবীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন এবং অন্য ব্যাঙ্কগুলিকে টাকা সরবরাহ বাবদ প্রতি মাসে বালুরঘাট স্টেট ব্যাঙ্কের প্রয়োজন ৬০ কোটি থেকে ৭০ কোটি টাকা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ সূত্রে খবর, নোট বাতিলের পর এ পর্যন্ত বালুরঘাটের ওই সিন্দুক ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক একবারই মাত্র ২৫ কোটি টাকা দিয়েছে। তারপর থেকে কোনও নতুন টাকার সরবরাহ আসেনি। ফলে জেলার সিন্দুক ব্যাঙ্কের সঙ্গে টাকার অভাবে মুখ থুবড়ে পড়েছে নির্ভরশীল অন্য শাখা ব্যাঙ্ক এবং ডাকঘরগুলি।

বাধ্য হয়ে দু’হাজার

শনিবার রায়গঞ্জের সমস্ত ব্যাঙ্ক বন্ধ ছিল! তার জেরে বাসিন্দারা টাকা তোলার জন্য এদিন শহরের বিভিন্ন এলাকার এটিএমের সামনে ভিড় করেন! এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সুদর্শনপুর, শিলিগুড়িমোড়, সুপারমার্কেট, বিধাননগর, মোহনবাটী, উকিলপাড়া, নেতাজি সুভাষ রোড, মহাত্মাগাঁধী রোড, বিদ্রোহীমোড়, কলেজপাড়া, বীরনগর, রাসবিহারী মার্কেট, দেবীনগর ও কসবা এলাকার বিভিন্ন এটিএমের সামনে বাসিন্দাদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে বেশিরভাগ এটিএমে ১০০ ও ৫০০ টাকার নোট না থাকায় বাসিন্দারা দুই হাজার টাকা তুলতে বাধ্য হন। তবে দুপুরের পর থেকে বিধাননগর, মোহনবাটী, শিলিগুড়িমোড়, মহাত্নাগাঁধী রোড ও কলেজপাড়া এলাকার বিভিন্ন এটিএমে টাকা ফুরিয়ে যায়।

নতুন অ্যাকাউন্ট

শনিবার থেকে কোচবিহারের মাঘপালা, আক্রারহাট, হলদিবাড়ি সহ বিভিন্ন এলাকায় শিবির করে অসংগঠিত শ্রমিক বা ব্যাঙ্ক অ্যাকাউন্টহীন বাসিন্দাদের নতুন অ্যাকাউন্ট তৈরির কাজ শুরু হয়েছে। কোচবিহারের লিড ব্যাঙ্ক ম্যানেজার সঞ্জয়কুমার বলেন, “সকলেই যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন সে জন্যই মতো শিবির হচ্ছে।”

শপিং মলের এটিএম

জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে একটি শপিং মল থেকে এদিন এটিএম কার্ড দিয়ে দুই হাজার টাকা তোলার সুযোগ পান মানুষ৷ প্রচুর মানুষ সেখানে ভিড়ও জমান৷ শপিং মলের স্টোর ম্যানেজার পিন্টু মজুমদার বলেন, শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ রয়েছে৷ প্রচুর মানুষ এটিএম থেকেও টাকা পাচ্ছেন না৷ তাদের সুবিধার্থেই এই ব্যবস্থা৷ জলপাইগুড়িতে ডাকঘরে টাকা তোলা নিয়ে দুর্ভোগ কাটেনি।

Bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy