Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পিষে খুন পুলিশের অফিসার

নাকাতল্লাশির সময় ব্যারিকেড না মেনে কর্তব্যরত পুলিশ অফিসারকে পিষে খুন করার অভিযোগ উঠল এক পিকআপ ভ্যান চালকের বিরুদ্ধে। বুধবার ভোর ৫টা নাগাদ দিনহাটা থানার শিমুলতলা এলাকার ঘটনা। মৃত পুলিশ অফিসার চন্দন তালুকদার (৫৫) কোচবিহারের কোতোয়ালির মোয়ামারির বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০২:১৩
Share: Save:

নাকাতল্লাশির সময় ব্যারিকেড না মেনে কর্তব্যরত পুলিশ অফিসারকে পিষে খুন করার অভিযোগ উঠল এক পিকআপ ভ্যান চালকের বিরুদ্ধে। বুধবার ভোর ৫টা নাগাদ দিনহাটা থানার শিমুলতলা এলাকার ঘটনা। মৃত পুলিশ অফিসার চন্দন তালুকদার (৫৫) কোচবিহারের কোতোয়ালির মোয়ামারির বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, সাধারণত রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্য়ন্ত ওই তল্লাশি চলে। ওই দিন রাতে সেখানে তল্লাশির দায়িত্বে ছিলেন এএসআই চন্দনবাবু। তাঁর সঙ্গে চার সিভিক ভলেন্টিয়ার ছিলেন। তল্লাশির সুবিধের জন্য রাস্তার দু’পাশে দু’টি লোহার রেলিং ছিল। পুলিশের একটি সূত্রে জানিয়েছে, চন্দনবাবু তার মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় জোরে এসে একটি পিকআপভ্যান তাঁকে ধাক্কা দেয়। চন্দনবাবু ছিটকে পড়ে গিয়ে মাথায় চোট পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরেকটি সূত্রে দাবি করা হয়েছে, দ্রুতবেগে ওই গাড়ি আসতে দেখে রাস্তা পার হওয়ার সময় তাঁকে থামার নির্দেশ দেন চন্দনবাবু। হাত তুলতে তুলতে তিনি রাস্তার মাঝামাঝি চলে আসায় গাড়িটি ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেছেন, ‘‘গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, “কোনও অসামাজিক কাজের উদ্দেশ্যেই ওই পিকআপ ভ্যান যাচ্ছিল বলে সন্দেহ।’’ চন্দনবাবুর আত্মীয় দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দুলাল চন্দ্র দে জানান, ওই এএসআইয়ের দুই মেয়ে রয়েছে। তাঁরা বিবাহিত। স্ত্রীর নাম পম্পা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police officer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE