Advertisement
১৯ মে ২০২৪

উত্তরবঙ্গ মেডিক্যালে নতুন ফাঁড়ি পুলিশের

উদ্বোধন হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে নতুন ফাঁড়ির। শনিবার ইংরেজি বছরের শেষ দিনকে বেছে নেওয়া হয়েছিল নতুন ফাঁড়ি উদ্বোধনের জন্য। হাসপাতালের জরুরি বিভাগের ঠিক বিপরীতেতে ফাঁড়িটি তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সুবিধে হবে বলে পুলিশের দাবি।

নতুন ফাঁড়ি। — নিজস্ব চিত্র

নতুন ফাঁড়ি। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০২:১৩
Share: Save:

উদ্বোধন হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে নতুন ফাঁড়ির। শনিবার ইংরেজি বছরের শেষ দিনকে বেছে নেওয়া হয়েছিল নতুন ফাঁড়ি উদ্বোধনের জন্য। হাসপাতালের জরুরি বিভাগের ঠিক বিপরীতেতে ফাঁড়িটি তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সুবিধে হবে বলে পুলিশের দাবি। দ্রুত ফাঁড়িটিকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করার প্রক্রিয়াও চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। যতদিন তা না হচ্ছে ততদিন ফাঁড়ির অফিসার-কর্মীর সংখ্যা বাড়ানো যায় কি না তা নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা জানিয়েছেন। পুলিশ কমিশনারই এ দিন ফাঁড়ির উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা তুলে। পতাকা তুলতে বিভ্রাটও হয়। গিট খুলে দড়ি ধরে টানলে পতাকা ওপরে উঠে জট পাকিয়ে যায়। তবে বির্তক তৈরি করেছে ফাঁড়ি চত্বরে থাকা কদম গাছ কাটা নিয়েও। গোটা চত্বর সাজাতে ফাঁড়ির পেছনে থাকা দু’টি কদম গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। গাছের গোড়ার অংশ পড়ে রয়েছে ফাড়ির পিছনেই। একটি গাছের গোড়ার একাংশ মাটি থেকে কিছুটা বের হয়েও রয়েছে। অভিযোগ গাছ কাটতে বন দফতরের অনুমতি নেওয়া হয়নি। ফাঁড়ির ওসি সুবল ঘোষ দাবি করেছেন, কদম গাছটি বেশ কিছুদিন আগেই শুকিয়ে গিয়েছিল। সে কারণে সেটিকে কেটে ফেলা হয়েছে। পরিবেশ প্রেমীদের পাল্টা দাবি শুকিয়ে যাওয়া গাছ কাটতেও অনুমতি নিতে হয়। বৈকুণ্ঠপুর বন দফতরের তরফে জানানো হয়েছে, গাছ কাটার কোনও অনুমতি তাদের থেকে নেওয়া হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

outpost
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE