Advertisement
০৮ মে ২০২৪

বেপরোয়া মোটরবাইক রুখতেও অভিযান

হেলমেট বিহীন মোটরবাইক আরোহীদের পাশাপাশি এবার জলপাইগুড়ি জেলা পুলিশের নজরে বেপরোয়া মোটরবাইক আরোহীরাও৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০২:৩৪
Share: Save:

হেলমেট বিহীন মোটরবাইক আরোহীদের পাশাপাশি এবার জলপাইগুড়ি জেলা পুলিশের নজরে বেপরোয়া মোটরবাইক আরোহীরাও ৷

বেপরোয়াভাবে যারা মোটরবাইক চালাচ্ছেন তাদেরও ধরে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা পুলিশ ৷ ইতিমধ্যেই জলপাইগুড়ির পুলিশ সুপার আকাশ মেঘারিয়া, জেলার সর্বত্র এই নির্দেশ পাঠিয়ে দিয়েছেন ৷ আর পুলিশ সুপারের নির্দেশের পর এ ব্যাপারে পুলিশের নিচুতলায় ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে ৷

গত কয়েকদিন ধরেই রাজ্যের অন্য সব জায়গার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও হেলমেট বিহীন মোটরবাইক আরোহীদের বিরুদ্ধে ব্যাপক পুলিশি অভিযান চলছে৷ রাস্তায় নেমেছেন জেলার ডিএসপি সহ কয়েকজন পুলিশ আধিকারিক৷ হেলমেট চেকিং করতে এই দৃশ্য জলপাইগুড়িতে আগে কবে দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না সাধারণ মানুষ ৷

এমনকি, পুলিশ কর্মীদের ক্ষেত্রেও জেলার পুলিশ সুপার ফরমান জারি করে সাফ জানিয়ে দিয়েছেন, কোন পুলিশ কর্মী হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাতে গিয়ে ধরা পড়লে মোটর ভেহিক্যাল আইনে তার জরিমানার পাশাপাশি বিভাগীয় শাস্তিও হবে৷ পাশাপাশি এবার পুলিশ কর্তাদের নজরে বেপরোয়া মোটর বাইক আরোহীরা ৷

পুলিশি ব্যাপক ধরপাকরের জেরে জলপাইগুড়িতে হেলমেট বিহীন অবস্থায় মোটর সাইকেল চালানো খানিকটা হলেও কমেছে বলে মত পুলিশ কর্তাদের৷ এমনকি পুলিশ কর্মীদের একাংশকেও এই মুহুর্তে আর হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাতে দেখা যাচ্ছে না ৷ কিন্তু এত কিছুর পরেও জলপাইগুড়িতে বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানোর প্রবণতা কমছে না বলেই অভিযোগ বাসিন্দাদের ৷ বিশেষ করে সন্ধ্যার পর শহরের বিভিন্ন এলাকায় একদল যুবক বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালাচ্ছেন বলে অভিযোগ ৷ দিনের বেলাতেও, যেসব জায়গায় পুলিশি তৎপরতা কম সেখানেও মাঝে মধ্যেই বেপরোয়াভাবে মোটর সাইকেল চালাতে দেখা যাচ্ছে কিছু যুবককে ৷ এমনকি কখনও কখনও এইসব মোটর সাইকেলে তিনজন করে আরোহীও থাকছেন ৷

পুলিশ সুপার আকাশ মেঘারিয়ার সাফ কথা, জলপাইগুড়িতে বেপরোয়াভাবে মোটর সাইকেল চালানো কোন অবস্থাতেই তাঁরা বরদাস্ত করবেন না ৷ সেজন্যই যারা বেপরোয়াভাবে মোটর সাইকেল চালাতে গিয়ে ধরা পড়বে তাদের মোটর ভেহিক্যাল আইনে জরিমানার পাশাপাশি প্রয়োজনে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হবে বলে ঠিক হয়েছে ৷ ইতিমধ্যেই জেলার সর্বত্রই এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন ৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bike police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE