দার্জিলিং পাহাড়ে বরাবর প্রচলিত প্রজাপাট্টা। আদতে জমির মালিকানার সরকারি নথি হল প্রজাপাট্টা। এই প্রজাপাট্টাকে সামনে রেখেই পাহাড়ের পুরভোটে প্রথমবার মিরিক দখল করেছিল সমতলের দল তৃণমূল। এ বার পাহাড় জুড়ে পাট্টার দাবি জোরদার ভাবে তুলতে চলছে বিনয় তামাং, অনীত থাপাদের মোর্চা। বৃহস্পতিবার দার্জিলিং কেন্দ্রীয় কমিটির সদস্যদের একাংশের বৈঠকও হয়েছে।
দলীয় সূত্রের খবর, আগামী মাস থেকেই পাট্টা নিয়ে দার্জিলিং ও কালিম্পঙে প্রচারের সিদ্ধান্ত হয়েছে। নতুন করে তোলা হবে দার্জিলিং পুরসভাকে কর্পোরেশন করার দাবিও। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, এই স্লোগান তুলে উন্নয়ন ও জমির পাট্টা দিয়ে বিমল গুরুংকে মোকাবিলার কৌশল নিতে চলেছে বিনয়পন্থীরা।
এ দিন শিলিগুড়ির নার্সিংহোম থেকে ফিরে বিনয় তো বটেই, জিটিএ চেয়ারম্যান অনীত থাপাও বৈঠকে ছিলেন। তবে রুদ্ধদ্বার বৈঠক নিয়ে দু’জনে কোনও মন্তব্য করতে চাননি। কেন্দ্রীয় কমিটির মুখপাত্র কেশবরাজ পোথরেল শুধু বলেছেন, ‘‘প্রজাপাট্টা, কর্পোরেশনের মতো দাবি নিয়ে আমাদের কর্মসূচি শুরু হতে চলেছে। পাহাড় জুড়ে নানা প্রচার, সভা, বৈঠক চলবে। সময়মতো সব দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে।’’