Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ধূপগুড়িতে রূপা, রাহুল

বৃহস্পতিবার ধূপগুড়ি পুর নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি৷ নাম ঘোষণার পরে এ দিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন দলের প্রার্থীরা৷ শনিবারও বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর মনোয়নয়ন পত্র জমা দেওয়ার কথা৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২২ জুলাই ২০১৭ ০২:০৬
Share: Save:

ধূপগুড়িতে পুরভোটের প্রচারে এ বার রীতিমতো তারকার সমাবেশ ঘটাতে চলেছে বিজেপি৷ যে তালিকায় রাজ্য থেকে জেতা দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিংহ, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন। রয়েছেন অন্য নেতা-নেত্রীরাও।

বৃহস্পতিবার ধূপগুড়ি পুর নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি৷ নাম ঘোষণার পরে এ দিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন দলের প্রার্থীরা৷ শনিবারও বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর মনোয়নয়ন পত্র জমা দেওয়ার কথা৷ বিজেপি সূত্রের খবর, পুরভোটকে সামনে রেখে ধূপগুড়িতে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দিয়েছেন দলের নেতারা৷ মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলে প্রচারের মাত্রা আরও বাড়ানো হবে৷

তবে বড় সভার বদলে ছোট ছোট সভা ও বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করাকেই বেশি জোর দিতে চাইছেন বিজেপি নেতারা৷ দলের জেলা সভাপতি দীপেন প্রামাণিক জানান, পুরভোটকে ঘিরে এখনও পর্যন্ত ধূপগুড়িতে একটিই বড় সভা করার পরিকল্পনা রয়েছে দলের৷ অগস্টের প্রথম দিকে ওই সভায় দিলীপবাবুর থাকার কথা৷ বিজেপি নেতারা জানিয়েছেন, এ ছাড়াও প্রচারে দুই কেন্দ্রীয় মন্ত্রী, রূপা ও লকেট ছাড়াও রাহুল সিংহ আসছেন৷ তাঁদের দিয়ে যত বেশি সম্ভব রোড শো করাতে চাইছেন বিজেপির জেলা নেতারা৷

যদিও বিজেপির প্রচারে এই তারকা সমাবেশকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন শাসক দল তৃণমূল৷ দলের এক নেতার কথায়, সারা বছর মানুষের পাশে না থেকে ভোটের আগে হাজার প্রচার করলেও মানুষের মন জেতা যায় না৷ ধূপগুড়িতে ইতিমধ্যেই শাসকদলের ভোট প্রচারও শুরু হয়ে গিয়েছে৷ সূত্রের খবর, মনোনয়নপত্র জমা শেষ হলেই ধূপগুড়িতে পুরোদমে প্রচার শুরু করে দেবে তৃণমূলও৷ দলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, ‘‘ভোট প্রচারে ধূপগুড়িতে দলের বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা যাবেন৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE