Advertisement
E-Paper

বাইপাস নিয়ে ভিক্টরকে তোপ শুভেন্দুর

চাকুলিয়ায় সভা করতে এসে এলাকার বাম বিধায়ক আলি ইমরান রামজকে (ভিক্টর) নিশানা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে বাইপাসের বিরোধিতায় জমিদাতাদের সমর্থন করে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ভিক্টর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৫

চাকুলিয়ায় সভা করতে এসে এলাকার বাম বিধায়ক আলি ইমরান রামজকে (ভিক্টর) নিশানা করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে বাইপাসের বিরোধিতায় জমিদাতাদের সমর্থন করে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ভিক্টর।

শুক্রবার রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দুবাবু উত্তর দিনাজপুর জেলার বুথ ভিত্তিক পঞ্চায়েতি রাজ সম্মেলনে উপস্থিত ছিলেন। এ দিন চাকুলিয়ার শিরসি মাদ্রাসার মাঠে সেই সভায় শুভেন্দুবাবু বলেন, ‘‘ইসলামপুরে ভোট করাতে হবে। আমরা পুরো সাহায্য করব।’’ জেলার চাকুলিয়া বিধানসভাটি ফরওয়ার্ড ব্লকের দখলে। তিনি বলেন, ‘‘এই এলাকার বিধায়ক বিধানসভায় বক্তব্য দিতে উঠে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করেন। তাঁর কথায়, এই অশ্লীল ভাষা বের হয় বিধায়কের অহঙ্কার ঔদ্ধত্য থেকে। এই মাটি থেকে একেবারে উত্খাত করতে হবে। দিদি চাকুলিয়া এলাকাতে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানিকে। জেলা নেতৃত্বকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে। আগামী ৪ মার্চ চোপড়াতেও একটি সভা করবেন বলে জানিয়েছেন শুভেন্দুবাবু। অপরদিকে, মুর্শিদাবাদ প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন, ‘‘ওই এলাকার এক জনই কংগ্রেস নেতা রয়েছেন। তাকে রাজনৈতিক ভাবে দেউলিয়া করা হয়েছে।’’

ভিক্টর অবশ্য বলেন, ‘‘বিধায়ক যদি কোনও বাজে মন্তব্য করেন তার প্রতিবাদ করার জায়গা সেখানে। এখনও পর্যন্ত কোনও প্রতিবাদ কেন করা হলো না। আমি ওই দলের নেতাদের ধন্যবাদ জানাই তাঁরা তাঁদের সমর্থকদের কাছেও আমার নাম পৌঁছে দিচ্ছেন।’’

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব, গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি, তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি অমল আচার্য সহ জেলার তৃণমূলের বিধায়ক ও বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা। শিলিগুড়িতে বৈঠকের জন্য সভা শেষ হওয়ার আগেই চলে যান মন্ত্রী গৌতম দেব। তার আগে তিনি বলেন, ‘‘মহকুমার সমস্ত জমিদাতাদের ধন্যবাদ জানাই জমি দেওয়ার জন্য। সরকার যা প্রতিশ্রুতি দিয়েছে তা মেনেই তাদের সব রকম সহযোগিতা করা হবে।’’

Suvendu Adhikari TMC CPM Bypass Road শুভেন্দু অধিকারী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy