Advertisement
০২ মে ২০২৪

ডাইনি অপবাদে মারধর

শনিবার এলাকারই বাসিন্দা সঞ্জিত চিকবরাইকের কন্যাসন্তানের মৃত্যু হয়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা দীর্ঘদিন থেকেই নানা রোগে ভুগছিল৷ অভিযোগ, এই মৃত্যুর ঘটনার পরই এলাকার বাসিন্দাদের সন্দেহের তির গিয়ে পড়ে প্রৌঢ়ার উপর৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০১:৫৪
Share: Save:

ডাইনি অপবাদে এক প্রৌঢ়াকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল৷ শনিবার রাতে আলিপুরদুয়ার শহরের কাছে মাঝেরডাবরি চা বাগান এলাকার ঘটনা৷ গুরুতর জখম বৃন্দা চিকবরাইক নামে ৫৮ বছরের ওই প্রৌঢ়াকে প্রথমে আলিপুরদুয়ার হাসপাতালে ও সেখান থেকে রবিবার দুপুরে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ বাকিদের খোঁজে তল্লাশির পাশাপাশি এলাকায় পুলিশি টহল চলছে৷

ওই প্রৌঢ়া মাঝেরডাবরি চা বাগানের ফ্যাক্টরি লাইনে ছেলে, পুত্রবধূ ও নাতনিকে নিয়ে থাকেন৷ শনিবার এলাকারই বাসিন্দা সঞ্জিত চিকবরাইকের কন্যাসন্তানের মৃত্যু হয়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা দীর্ঘদিন থেকেই নানা রোগে ভুগছিল৷ অভিযোগ, এই মৃত্যুর ঘটনার পরই এলাকার বাসিন্দাদের সন্দেহের তির গিয়ে পড়ে প্রৌঢ়ার উপর৷ প্রৌঢ়ার ছেলে বসন্ত চিকবরাইকের অভিযোগ, ‘‘রাত ৯টা নাগাদ স্ত্রী, কন্যা ও মায়ের সঙ্গেই আমি বাড়িতেই ছিলাম৷ আচমকাই সঞ্জিত দলবল নিয়ে আমাদের বাড়িতে চড়াও হয়৷ কিছু বোঝার আগেই ওরা আমার মা-কে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে৷ মা-কে ওরা বলতে থাকে, ‘তুই যে ডাইনি তা স্বীকার কর!’ মা সেই কথা না মানায় ওরা সবাই মিলে কাঠ, লোহার রড দিয়ে মা-কে মারতে শুরু করে৷ ভোজালি দিয়েও মায়ের শরীরে আঘাত করা হয়৷ সারা শরীরে চোট পান মা৷ তাঁর কয়েকটি দাঁতও ভেঙে যায়৷ আমি মা-কে বাঁচাতে গেলে ওরা আমার গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়৷’’

চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ বৃদ্ধার ছেলে-সমেত তাঁরাই আপ্রাণ চেষ্টা করে প্রৌঢ়াকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে এ দিন দুপুরে তাঁকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়৷

ঘটনাস্থল আলিপুরদুয়ার শহরের কাছে হলেও, তা শামুকতলা থানার অধীনে পড়ে৷ প্রৌঢ়ার ছেলে এ দিন আটজনের নামে সেখানে অভিযোগ দায়ের করেন৷ যার জেরে সঞ্জিত-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ‘‘বাকিদের গ্রেফতার করতে তল্লাশি শুরু হয়েছে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lynch Woman Rumour Witch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE